For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী হওয়ার সব গুণ আছে মমতার! সার্টিফিকেট বিজেপির প্রাক্তন প্রভাবশালী মন্ত্রীর

প্রত্যাশা মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সব গুণ রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রত্যাশা মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সবরকমের গুণ রয়েছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের তরফে 'বাংলার ভাবনা' শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে এদিন কলকাতায় এসেছিলেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী কাজ

পরিকল্পনা অনুযায়ী কাজ

লক্ষ্য ছিল কাঁটা দিয়ে কাঁটা তোলার। কাজটি সেরেও ফেলল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ। তৃণমূলের মঞ্চে মূল বক্তা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা।
আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তাঁকে সুর চড়াতে দেখা গিয়েছে। এবার একেবারে কলকাতার মঞ্চে দেখা গেল তাঁকে।

মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা

মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা

নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সরব হতে দেখা যায় প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহাকে। তিনি নরেন্দ্র মোদীরে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেন। নোটবাতিল সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।

লোকসভায় লড়াই ইচ্ছা নেই

লোকসভায় লড়াই ইচ্ছা নেই

তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের আয়োজিত সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা বলেন, এখনও পর্যন্ত সামনের লোকসভা নির্বাচনে লড়াই করার ইচ্ছে নেই।

বর্তমানে সরকারের বিরুদ্ধে যে কেউ ডাকলে প্রচার

বর্তমানে সরকারের বিরুদ্ধে যে কেউ ডাকলে প্রচার

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কোনও দল প্রচারে আমন্ত্রণ জানালে তিনি তাতে সায় দেবেন।

( ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Ex minister Yashwant Sinha praises Mamata Banerjee as Prime Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X