For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেলেন সিঙ্গুর-নন্দীগ্রাম-এর অন্য়তম কুশীলব নিরুপম সেন, বুধবার শেষকৃত্য

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন। সোমবার ভোর ৫.১০-এ সল্টলেকের বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। ৭২ বছর বয়সে প্রয়াত।

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন। সোমবার ভোর ৫.১০-এ সল্টলেকের বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। ৭২ বছর বয়সে প্রয়াত। গত কয়েকদিন ধরে সংকটজনক অবস্থায় সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন

২০১৩ সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। তারপর থেকে অসুস্থ ছিলেন নিরুপম সেন। এছাড়াও কিডনির সমস্যায়ও ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নিরুপম সেন। সেরিব্রাল অ্যাটাকের পর থেকে হুইল চেয়ার ছিল তাঁর সঙ্গী।

[আরও পড়ুন: নিরুপম সেনের প্রয়াণ! স্মরণে বাম নেতৃত্ব][আরও পড়ুন: নিরুপম সেনের প্রয়াণ! স্মরণে বাম নেতৃত্ব]

মূলত সংগঠনের লোক হলেও, ২০০১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে তৎকালীন বর্ধমান জেলা থেকে প্রার্থী করা হয়েছিল তাঁকে। ২০০১ এর পর ২০০৬ সালেও জয়ী হন তিনি। টানা ১০ বছর রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন তিনি।

সিপিএম পলিটব্যুরোরও সদস্য ছিলেন স্বল্পভাষী এই নেতা।

[আরও পড়ুন: সূর্যোদয় আনতে গিয়ে নিয়ে এসেছিলেন 'সূর্যাস্ত', কিন্তু 'সাহসী' হিসাবেই অ্যাখ্যায়িত হবেন নিরুপম ][আরও পড়ুন: সূর্যোদয় আনতে গিয়ে নিয়ে এসেছিলেন 'সূর্যাস্ত', কিন্তু 'সাহসী' হিসাবেই অ্যাখ্যায়িত হবেন নিরুপম ]

সোমবার সকালে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে নিরুপম সেনের দেহ। তারপর রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে। বুধবার বর্ধমানে শেষকৃত্য সম্পন্ন হবে নিরুপম সেনের।

English summary
Ex minister of West Bengal Nirupam Sen died in Kolkata Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X