For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Covid Varient BF.7: কলকাতায় চারজনের BF.7-এর সংক্রমণের প্রমাণ, জারি সতর্কতা

Covid Varient BF.7: কলকাতায় চারজনের BF.7-এর সংক্রমণের প্রমাণ, জারি সতর্কতা

  • |
Google Oneindia Bengali News

চিনে দাপিয়ে বেড়ানো কোভিড BF.7-এর খোঁজ মিলল কলকাতাতেও। সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে গত মাসে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানোর পরে BF.7 ভ্যারিয়েন্টের চারটি কেস পাওয়া গিয়েছে।

 Covid Varient BF.7: কলকাতায় চারজনের BF.7-এর সংক্রমণের প্রমাণ, জারি সতর্কতা

আক্রান্ত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁরা নদিয়ার বাসিন্দা, আরেকজন কলকাতার বাসিন্দা। তবে চারজনই বিদেশ থেকে ফিরেছেন। ডিসেম্বর মাসে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট এসে পৌঁছেছে। তাঁরা এই মুহুর্তে ভাল আছেন। আর BF.7 নিয়ে আপাতত উদ্বেগের কিছু নেই, পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে বলেও জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এছাড়াো সারা দেশে XXB ভ্যারিয়েন্টের সংক্রমণের খবর পাওয়া গেলেও তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে।

ওমিক্রনের এই নতুন রূপটি চিনে সনাক্ত করণের কথা বলা হলেও, এর ভারতে এর প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল গত জুলাইয়ে। গুজরাতে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। এছাড়াও ওড়িশাতেও আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তবে ভারতে প্রথম আক্রান্ত হওয়া চারজন এখন পুরোপুরি সুস্থ আছেন।

ওমিক্রনের BF.7 ভ্যারিয়েন্টের উপসর্গগুলি সাধারণ ফ্লুয়ের মতো। এক্ষেত্রে সর্দি, কাশি, জ্বর ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। যেহেতু এটি অত্যন্ত সংক্রামক, এটি অল্প সময়ের মধ্যে বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

এনিয়ে আপাতত তৃতীয় কোনও রাজ্যে ওমিক্রনের BF.7 ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেলেও স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৪০ দিন ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ। কেননা জানুয়ারি মাসেই সংক্রমণ বৃদ্ধি সম্ভাবনা রয়েছে সারা দেশে। সাধারণভাবে দেখা গিয়েছে কোভিডের নতুন কোনও তরঙ্গ পূর্ব এশিয়ার দেশগুলিতে আঘাত হানার অন্তত ৩০-৩৫ দিন পরে তা ভারতে আঘাত করে। তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, এখনও পর্যন্ত এর সংক্রমণের তীব্রতা কম। তরঙ্গ এলেই মৃত্যু হোক কিংবা হাসপাতালে ভর্তি, তার সংখ্যা অনেকটাই কম হবে। এব্যাপারে রাজ্যগুলিকে নজরদারি বাড়াতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, কোভিড এখনও শেষ হয়ে যায়নি। সেই জন্যই সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষকর্তারা জানিয়েছিলেন, ভ্যাকসিনের একাধিক ডোজ নেওয়ার পরে BF.7 কী ধরনের আচরণ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর্তারা আশ্বস্ত করে বলেছিলেন কোভিড সংক্রমণে ভারত ও চিনের পরিস্থিতি আলাদা।

পর্ষদের অফিস থেকে ফোন! রহস্য ভেদে সিবিআইকে তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্ষদের অফিস থেকে ফোন! রহস্য ভেদে সিবিআইকে তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

English summary
Evidence of infection with Covid BF.7 in four persons in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X