For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রে কংগ্রেস-বিজেপি বিরোধী ফেডেরাল ফ্রন্ট গড়ার ইঙ্গিত মমতার

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

মুখে বলছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের এখনও অনেক সময় বাকী রয়েছে। এখনও কোনও কিছু ভাবার সময় আসেনি। তবে আকারে-ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রে কংগ্রেস-বিজেপি বিরোধী ফেডেরাল ফ্রন্ট তৈরি হলে তাতে অবশ্যই সায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের।

সেই ফ্রন্টের যারা মুখ্য কারিগর হতে পারেন সেই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, আরজেডির লালুপ্রসাদ যাদব, জেডিইউর নীতীশ কুমার, সমাজবাদী পার্টির অখিলেশ সিং যাদবদের এদিন রেড রোডে মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে একসঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে।

কেন্দ্রে কংগ্রেস-বিজেপি বিরোধী ফেডেরাল ফ্রন্টে ইঙ্গিত মমতার

এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবেও সেই সুরই ধরা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতই। কেন্দ্রে ফেডেরাল ফ্রন্ট তৈরি হলে তিনি তাঁর অংশীদার হবেন, এর আগে তিনই বারবার এই ফ্রন্টের ব্যাপারে উদ্যোগী হয়েছেন বলে জানিয়েছেন মমতা।

অর্থাৎ ২০১৯ লোকসভা নির্বাচনে এক অন্যরকম রাজনৈতিক জোটের প্রেক্ষিত কিন্তু এদিন রেড রোডের মঞ্চ থেকেই শুরু করে দিলেন ফেডেরাল ফ্রন্টের কারিগররা। আর মমতা যে তার অন্যতম স্থপতি হতে চলেছেন সেটাও অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে।

এর আগে বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিকরা ফেডেরাল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিলেন। তবে সেইসময়ে সেই ভাবনা ততোটা ফলপ্রসূ হয়নি। নীতীশ কুমার, নবীন পট্টনায়েকের মতো নেতাদের পাশে পেলেও মুলায়ম সিং বেঁকে বসেন।

তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা বদলেছে। সারা দেশের রাজনৈতিক মানচিত্রে কংগ্রেস ক্রমশ অস্তিত্ব সঙ্কটের জায়গায় পৌঁছে যাচ্ছে। ফলে কেন্দ্রে বিজেপিকে টক্কর দিতে মমতা, কেজরিওয়াল, নীতীশ, লালু, মুলায়ম, জয়ললিতাদের জোট বেঁধে কাছাকাছি আসা কোনও আশ্চর্যের বিষয় হবে না। এখন দেখার আগামিদিনে তা কতোটা ফলপ্রসূ হয়।

English summary
Every possibilities of federal front in 2019 parliamentary elections, hints Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X