For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরে জয় হল ছাত্র আন্দোলনের, অচলাবস্থা কাটাতে অবশেষে ফিরল ঐতিহ্যের প্রবেশিকা

অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরল প্রবেশিকা। ছাত্র আন্দোলনের মুখে শেষপর্যন্ত পিছু হটল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার কর্মসমিতির দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত হল প্রবেশিকা ফের ফিরিয়ে আনা হচ্ছে।

Google Oneindia Bengali News

অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরল প্রবেশিকা। ছাত্র আন্দোলনের মুখে শেষপর্যন্ত পিছু হটল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার কর্মসমিতির দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত হল প্রবেশিকা ফের ফিরিয়ে আনা হচ্ছে। এর ফলে অচলাবস্থা কাটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ছাত্রদের দাবিতেই সিলমোহর দিল কর্মসমিতি।

যাদবপুরে জয় হল ছাত্র আন্দোলনের, অচলাবস্থা কাটাতে অবশেষে ফিরল ঐতিহ্যের প্রবেশিকা

এদিন কর্মসমিতির বৈঠকে সিংহভাগ বিভাগীয় প্রধান প্রবেশিকার পক্ষে মত দেন। কলা বিভাগের ডিনও মত দেন প্রবেশিকার পক্ষে। ফলে গত ৪ জুলাই নেওয়া প্রবেশিকা রদের সিদ্ধান্ত বাতিল বলে গণ্য হয়। ২৭ জুনে নেওয়া কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তই বহাল রাখা হয়। কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তা স্থির করতে অ্যাডমিশন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার আচার্যের চিঠি এসে পৌঁছয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে রাজ্যপাল বার্তা দেন এই অচলাবস্থা কাটাতে উপাচার্যকেই দায়িত্ব নিতে হবে। এরপরই ১২ জন কর্মসমিতির সদস্যের চাপে ফের কর্মসমিচির বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনা হয়।

প্রবেশিকা বাতিল করার কথা ঘোষণার পরই ছাত্ররা আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনকে বৃহৎ আকার দিতে শুরু হয় অনশন। ৯০ ঘণ্টা ইঅনশনের পর যাদবপুর কর্তৃপক্ষ বাধ্য হয় প্রবেশিকা ফিরিয়ে নিতে। মঙ্গলবার দুপুর দুটোয় কর্মসমিতির বৈঠক শুরু হল। এই বৈঠক থেকেই সমাধান সূত্র বেরিয়ে আসে।

English summary
Entrance test of Jadavpur University comes back at last after student movement. Executive council meeting of JU brings salvation of entrance test problem
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X