For Quick Alerts
For Daily Alerts
নিউটাউনের বিলাসবহুল হোটেলে বিদেশির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
কলকাতা, ১১ ফেব্রুয়ারি : নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে শুক্রবার রাতে উদ্ধার হয়েছে এক বিদেশির মৃতদেহ। হোটেলের ঘর থেকেই দেহ উদ্ধার হয়েছে। এই রহস্যমৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পেশায় ইঞ্জিনিয়ার ওই বিদেশি আদতে জাপানের নাগরিক। কাজের সূত্রে তিনি কলকাতায় আসেন। তিনি উঠেছিলেন নিউটাউনের ওই বিলাসবহুল হোটেলের ঘরে।

এরপরে শুক্রবার রাতে হোটেলের ঘর থেকে জাপানি নাগরিকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। বিধাননগর কমিশনারেটের আওতায় থাকা এই এলাকায় গোয়েন্দারাও ঘটনার তথ্যানুসন্ধান করছেন।
তদন্তে নেমে হোটেলের কর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে তদন্তের সঙ্গে বাকীটা মিলিয়ে দেখে এগোনো যাবে বলে মনে করছে পুলিশ।