For Quick Alerts
For Daily Alerts
দমদম বিমানবন্দরে এক বিমানকর্মীর রহস্যমৃত্যু, তদন্ত শুরু
বিমানে হাইড্রোলিক সিস্টেম পরীক্ষা-নিরীক্ষা করার সময় এক ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে দমদম বিমানবন্দরে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিমানবন্দরের কর্মচারীরা জানিয়েছেন, ভোর চারটে নাগাদ স্পাইসজেটের একটি বিমানে হাইড্রোলিক সিস্টেম পরীক্ষা-নিরীক্ষা করার সময় হঠাৎই সিস্টেম বিকল হয়ে যায়। আর তখনই বিমানের সামনের চাকার হাইড্রোলিক সিস্টেমে রোহিত বীরেন্দ্র পান্ডে নামে বিহারের ওই ইঞ্জিনিয়ার পিষ্ট হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলেই ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমান ওড়ার পর যে সিস্টেমে চাকাগুলো গুটিয়ে থাকে, সেখানেই পিষ্ঠ হন রোহিত বীরেন্দ্র পান্ডে।