For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট ইডির! জেনে নিন বিস্তারিত

রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর অনুযায়ী, দিন দুয়েক আগে এই চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে ১৭, ৫২০ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে ১৭, ৫২০ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, চার্জশিটে নাম রয়েছে গৌতম কুণ্ডু এবং শিবময় দত্তের। পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট ইডির! জেনে নিন বিস্তারিত

এবার আর অপেক্ষা নয়। রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করে দিল ইডি। সিবিআই-এর স্পেশাল আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, চার্জশিটে নাম রয়েছে রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্টের। এছাড়াও রোজভ্যালি রিয়েল এস্টেটের নামও রয়েছে সেখানে। নাম রয়েছে গৌতম কুণ্ডু, শিবময় দত্ত-সহ বেশ কয়েকজনের। এটিকেই মূল মামলা হিসেবে বিবেচনা করার কথা আদালতে জানিয়েছে ইডি। পরবর্তী চার্জশিটে ডিরেক্টরদের নাম থাকতে পারে বলে সূত্রের খবর। সূত্রের খবর অনুযায়ী, কাদের টাকা দেওয়া হয়েছিল, কারা উপকৃত সবই থাকতে চলেছে পরবর্তী চার্জশিটে।

এবছরে সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি রোজভ্যালির গয়না বিপণি-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। আগামী দিনেও এনিয়ে তদন্ত চালিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে ছিল, পশ্চিমবঙ্গ, বিহার ও অসমের ৬ টি হোটেল, ত্রিপুরায় ১৭ একরের বিনোদন পার্ক, কলকাতায় ১,৪৬, ৩৬৪ স্কোয়ার ফুটের অফিস, ভুবনেশ্বরে ১১,৪৪৫ স্কোয়ার ফুটের জমি, ১৩ টি প্লট, কলকাতার একটি হাউসিং কমপ্লেক্সে ৩ টি ফ্ল্যাটসহ গ্য়ারেজ।

[আরও পড়ুন: লক্ষ্য যখন আকাশ! আবেদন করতে পারেন শিভেনিং স্কলারশিপ এবং ফেলোশিপের জন্য][আরও পড়ুন: লক্ষ্য যখন আকাশ! আবেদন করতে পারেন শিভেনিং স্কলারশিপ এবং ফেলোশিপের জন্য]

২০১৪ সালে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু সহ সংস্থার একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এ এফআইআর দায়ের করে ইডি। ২০১৫-র মার্চে গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

<span class=[আরও পড়ুন: সতর্ক হোন চালকরা, গতির সীমা ভাঙলে কারাবাস - কড়া হল কলকাতা পুলিশ]" title="[আরও পড়ুন: সতর্ক হোন চালকরা, গতির সীমা ভাঙলে কারাবাস - কড়া হল কলকাতা পুলিশ]" />[আরও পড়ুন: সতর্ক হোন চালকরা, গতির সীমা ভাঙলে কারাবাস - কড়া হল কলকাতা পুলিশ]

ইডির হিসেব অনুযায়ী রোজভ্যালি বাজার থেকে কমপক্ষে ১৭ হাজার কোটি টাকা তুলেছিল। এর মধ্যে এখনও ৮৬০০ কোটি টাকা ফেরত দেয়নি রোজভ্যালি। সেই টাকাই অন্যত্র সরানো হয়েছে বলে অভিযোগ ইডির।

[আরও পডুন: লোকসভার চাবিকাঠি মমতা-মায়াবতীদের হাতে! জোট না হলে কী হবে ফল, দেখাল সমীক্ষা][আরও পডুন: লোকসভার চাবিকাঠি মমতা-মায়াবতীদের হাতে! জোট না হলে কী হবে ফল, দেখাল সমীক্ষা]

English summary
Enforcement Directorate filed chargesheet at CBI special court on Rosevalley Scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X