For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুলছিল কম্পিউটার, বাড়ির আসবাব! আতঙ্কে রাস্তায় বহু মানুষ

কম্পন আতঙ্কে বাড়ি অফিস ছেড়ে বেরিয়ে পড়লেন মানুষজন। বহুতল থেকেও নেমে আসেন অনেকে। বাড়িতে কেউ আবার শাঁখ বাজাতেও শুরু করলেন। সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

কম্পন আতঙ্কে বাড়ি অফিস ছেড়ে বেরিয়ে পড়লেন মানুষজন। বহুতল থেকেও নেমে আসেন অনেকে। বাড়িতে কেউ আবার শাঁখ বাজাতেও শুরু করলেন। সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়।

কলকাতায় কম্পন আতঙ্ক! বাড়ি-অফিস ছেড়ে রাস্তায় বহু মানুষ

সবে তখন অফিস শুরু হয়েছে। সেই সময় হঠাৎ করে দুলে ওঠে ডেক্সটপ। সহকর্মীর সঙ্গে ব্যাপারটি আলোচনা করতে করতেই থেকে যায় তা। তবে এর পরেই বাড়িতে কিংবা অন্যদের সঙ্গে ফোনে যোগাযোগের পর একই অনুভূতি।

কলকাতায় কম্পন আতঙ্ক! বাড়ি-অফিস ছেড়ে রাস্তায় বহু মানুষ

পুরনো অফিস পাড়াই হোক কিংবা সেক্টর ফাইভ, ভূমিকম্পের অনুভূর পরে বহুতলের বাসিন্দা কিংবা অফিস, সেখানে থাকা নেমে আসেন প্রায় সবাই।

কাজ করার সময় দোকানদারদের অনুভূতি হয়েছে অন্যরকমের। কোনও কিছুর সঙ্গে হঠাৎই ধাক্কা লেগেছে। যা অন্যদিন হয় না। পরে যখন বুঝতে পেরেছেন, তখন আতঙ্ক কাটাতে অনেকেই বেরিয়ে পড়েন বাইরে।

এর আগে ২০১৬-র ২৪ অগাস্ট ভূমিকম্পে কেঁপেছিল কলকাতা। সেই সময় অবশ্য কম্পনের তীব্রতা অনেকটাই বেশি ছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৭। বিকেলের সেই ভূমিকম্পের পর প্রায় সব অফিসে ছুটি হয়ে গিয়েছিল।

English summary
Employees and residents leave offices and houses due to morning earthquake shakes Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X