For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থির হয়েও হইল না স্থির! কত দফায় ভোট, কবে কোন জেলায়- বিতর্কেই অবসান আলোচনার

রাজ্যে পঞ্চায়েত সচিবের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের কথা থাকলেও, হল না বৈঠক। তবে আলোচনা হল পঞ্চায়েত ভোট নিয়ে। কিন্তু সেই আলোচনাতেও বরফ গলল না।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পঞ্চায়েত সচিবের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের কথা থাকলেও, হল না বৈঠক। তবে আলোচনা হল পঞ্চায়েত ভোট নিয়ে। কিন্তু সেই আলোচনাতেও বরফ গলল না। রাজ্য সরকার ও নির্বাচন কমিশন দফা-বিতর্কেই ভোটের নির্ঘণ্ট ঘোষণায় কাটিয়ে দিল পুরো একটা দিন। আবার অপেক্ষা বৃহস্পতিবারের। রাজ্য-কমিশন বৈঠক বেলা দুটোয়। সেই বৈঠকেই নির্ধারিত হওয়ার কথা পঞ্চায়েত নির্বাচনের নয়া নির্ঘণ্টের।

স্থির হয়েও হইল না স্থির! কত দফায় ভোট, কবে কোন জেলায়- বিতর্কেই অবসান আলোচনার

[আরও পড়ুন:শেষ পর্যন্ত কোন দল কত মনোনয়ন জমা দিতে পারল, দেখে নিন হিসাবটা ][আরও পড়ুন:শেষ পর্যন্ত কোন দল কত মনোনয়ন জমা দিতে পারল, দেখে নিন হিসাবটা ]

বুধবারের বৈঠক স্থগিত হয়ে গেলেও রাজ্য ও কমিশনের মধ্যে যে কথা হয়েছে, তাতে স্পষ্ট এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি রাজ্য ও কমিশন। কত দফায় ভোট হবে, তা নিয়ে প্রধান মতানৈক্য। তিন দফায় ভোট, নাকি রাজ্যের দাবি মেনে এক দফায় ভোট। তা নিয়েই সমস্যা তীব্র আকার নিয়েছে।

এই পরিস্থিতিতে কমিশন রাজ্যের কাছে চিঠি লিখেছে কত দফায় ভোট হবে, কবে ভোট হবে, কোন কোন জেলায় কবে ভোট হবে, তা লিখিত আকারে জানাতে। রাজ্যের প্রস্তাব বৈঠকের আগে লিখিত আকারে জানানোর আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব অনুযায়ী কাল আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে।

আপাতত চূড়ান্ত হয়েছে, বৃহস্পতিবারই ঘোষণা হতে চলেছে পঞ্চায়েতের নয়া নির্ঘণ্ট। রমজানের আগে কোনওভাবেই দু-দফার বেশি ভোট হওয়া সম্ভব নয়। এখন দেখার শেষপর্যন্ত দু-দফায় ভোট করা যায় কি না। তা হলে ভোগগণনা রমজান মাসের মধ্যে হবে, কিন্তু ভোট হবে রমজান মাসের আগে। এর মধ্যে আরও এক সমস্যা প্রতি বুথে ২ জনকে পুলিশ মোতায়েন করার কথা। কিন্তু ৫৮ হাজার ৪৬৭টি বুথের জন্য রাজ্যের হাতে রয়েছে ৫৮ হাজার পুলিশ।

[আরও পড়ুন: পুলিশ ঠুঁটো জগন্নাথ, ক্ষমতার দম্ভে 'বিপজ্জনক' শাসক! মমতাকে একহাত সোমনাথের][আরও পড়ুন: পুলিশ ঠুঁটো জগন্নাথ, ক্ষমতার দম্ভে 'বিপজ্জনক' শাসক! মমতাকে একহাত সোমনাথের]

English summary
Election Commission wants a written proposal of state for election schedule. Panchayat Election is till now uncertain despite of extra nomination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X