For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষামন্ত্রীর পদত্যাগ-জল্পনা! জানালেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে

এত সহজে সরছেন না। ভর্তি বিতর্কে পদত্যাগ জল্পনা প্রসঙ্গে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে পারেন। সেই নিয়েই মুখ খোলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

এত সহজে সরছেন না। ভর্তি বিতর্কে পদত্যাগ জল্পনা প্রসঙ্গে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে পারেন। সেই নিয়েই মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যারা বিষয়টি রটাচ্ছে, তারা তাঁর (পার্থ চট্টোপাধ্যায়) শরীর খারাপ নিয়ে খবর রাখে না।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ-জল্পনা! জানালেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে

সূত্রের খবর অনুযায়ী, ৮ জুলাই শিক্ষামন্ত্রী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সোজা চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এইসময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে জব্পনা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিষয়টি। অনেকে বিষয়টি নিয়ে নানা মন্তব্যও করেন।

নেতাজি ইন্ডোরে পার্শ্ব শিক্ষকদের নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগের রটনা নিয়ে জবাব দেন। তিনি বলেন যাঁরা রটাচ্ছে তারা তাঁর শরীর খারাপের খবর রাখে না। শিক্ষামন্ত্রী বলেন তিনি এত সহজে সরছেন না।

ভর্তি প্রক্রিয়ায় তোলাবাজি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্তের অপসারণ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। তবে যদি তিনি জয়া দত্তকে অপসারণের সিদ্ধান্ত নিয়েই থাকেন তবে সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনার কোনও জায়গা নেই বলেও জানিয়েদেন শিক্ষামন্ত্রী। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই টিএমসিপির পরবর্তী সভাপতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

English summary
Education minister Partha Chatterjee gives up the speculation over his resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X