রোজভ্যালির দামী গাড়ি বেচে আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ ইডির
আমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগ আগেই নিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। কিছুদিন আগেই গৌতম কুন্ডু সাউথ সিটি আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট নিলাম করার জন্য তার পরিবারকে বাড়ি ছাড়তে বলা হয়েছিল। এবার রোজভ্যালির সমস্ত দামী গাড়ি বিক্রি করতে চায় ইডি।

আপাতত এভাবেই রোজভ্যালির সম্পত্তির পর রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুর ব্যক্তিগত সম্পত্তি নিলাম করে আমানতকারীদের টাকা ফেরানোর চেষ্টা করছেন অফিসাররা। এই মর্মে সোমবার স্পেশাল কোর্টে পিটিশন দাখিল করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসাররা।
ইডির আইনজীবীর আবেদন, রোজভ্যালির সমস্ত দামী গাড়ির মোট মূল্যের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। আপাতত এই গাড়িগুলো বিক্রি করলে অনেকটাই সুরাহা হবে। পাশাপাশি, রোজভ্যালি গ্রুপের বিভিন্ন হোটেল নিয়েও তদন্তের দাবি জানিয়েছে ইডি। কারণ জানা গিয়েছে, রোজভ্যালি কাণ্ডে তদন্ত শুরু হওয়ার পর জানার আগেই বেআইনিভাবে বিভিন্ন হোটেল হস্তান্তর হয়ে গিয়েছে।
ইডির দাবি, সরকারি তদন্ত শুরু হওয়ার পর এভাবে হোটেল হস্তান্তর করা যায় না। তাই এই বিষয়ে তদন্তের অনুমতি চেয়েও আদালতে আবেদন জমা দেওয়া হয়েছে। যদিও সমস্ত আবেদন খতিয়ে দেখে পরবর্তী শুনানিতে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে জানিয়েছে আদালত।