For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট মিটকেই সারদার সঙ্গে নাড়াচাড়া নারদেও! ৪ 'প্রভাবশালী'কে তলব

কেন্দ্রে নতুন সরকার গঠন হতেই সারদা কাণ্ডের সঙ্গে তৎপরতা চলছে নারদা মামলা নিয়েও।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রে নতুন সরকার গঠন হতেই সারদা কাণ্ডের সঙ্গে তৎপরতা চলছে নারদা মামলা নিয়েও। নারদ মামলায় একসঙ্গে চারজনকে নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফে। জাানা গিয়েছে, এই চারজন হলেন, রত্না চট্টোপাধ্যায়, তাঁর বন্ধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মলয় ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে।

ভোট মিটকেই সারদার সঙ্গে নাড়াচাড়া নারদেও! ৪ প্রভাবশালীকে তলব

সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়া পাণ্ডে জানিয়েছেন, তিনি এখনও ইডির চিঠি পাননি। আর তিনি বিদেশে রয়েছেন। রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি চিঠি পেয়েছেন। ইডির সামনে তিনি কাগজপত্র নিয়ে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত ইডির পাঠানো নোটিশ ৬ জুন থেকে ১৭ জুনের মধ্যের এই চারজনকে হাজিরা দিতে বলা হয়েছে।

লোকসভা ভোটের আগে সারদার সঙ্গে নারদ নিয়েও তৎপরতা দেখা গিয়েছিল। সেই তৎপরতা ছিল সিবিআই-এর। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে জরুরিভিত্তিতে তলব করেছিলেন সিবিআই-এর বর্তমান ডিরেক্টর ঋষিকুমার শুক্লা।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়কে জেরা করেছিল ইডি।

English summary
ED served notice to four accused in Narad case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X