For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরল নীরব-মেহুল 'ভাই'-এর স্মৃতি! ২৬৭২ কোটির প্রতারণা মামলায় শহর জুড়ে তল্লাশি ইডির

ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে কলকাতায় কমপক্ষে ১১ টি জায়গায় একযোগে তল্লাশি ইডির।

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে কলকাতায় কমপক্ষে ১১ টি জায়গায় একযোগে তল্লাশি ইডির। গণেশ জুয়েলারি হাউস এবং তাদের শাখাগুলিতে এই তল্লাশি চলে। সোনার দোকানের সঙ্গে আমদানি-রপ্তানিরও ব্যবসা রয়েছে এই সংস্থার। প্রায় ২৬৭২ কোটি টাকা ঋণ নিয়ে তা না মেটানোর অভিযোগ উঠেছে। কালীঘাটে এই সংস্থার মালিকের বাড়িতে এদিন তল্লাশি চলে বলে সূত্রের খবর।

নীরব মোদী, মেহুল চোকসির পর শ্রী গণেশ জুয়েলারি হাউস

নীরব মোদী, মেহুল চোকসির পর শ্রী গণেশ জুয়েলারি হাউস

নীরব মোদী, মেহুল চোকসির পর শ্রী গণেশ জুয়েলারি হাউস। ফের এক ব্যাঙ্ক প্রতারণা কাণ্ড। এই কাণ্ডে নাম জড়িয়ে কলকাতায় বেশ কিছু শাখা থাকা শ্রী গণেশ জুয়েলারি হাউসের। বৃহস্পতিবার সকাল থেকে এই সংস্থার বেশ ব্যাপী বিভিন্ন শাখায় তল্লাশি চালায় ইডি। কলকাতায় এই সংস্থার ১১ টি শাখা হয়েছে
বলে সূত্রের খবর।

২৫ টি ব্যাঙ্কের ২৬৭২ কোটি টাকা প্রতারণা

২৫ টি ব্যাঙ্কের ২৬৭২ কোটি টাকা প্রতারণা

অভিযোগ শ্রী গণেশ জুয়েলারি হাউস সিঙ্গাপুর, হংকং-এ সোনার আমদানি রপ্তানি ব্যবসার নামে ২৬৭২ কোটি টাকা প্রতারণা করেছে। এই টাকা ২৫ টি ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছিল। যার মধ্যে ২০ টি ব্যাঙ্ক হল রাষ্ট্রায়ত্ত। যার মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্কও।

গত বছরেও তল্লাশি ও গ্রেফতার

গত বছরেও তল্লাশি ও গ্রেফতার

গত বছরেও এই কাণ্ডে তল্লাশি চালানো হয়েছিল শহরে। সিবিআই গ্রেফতার করেছিল হয়েছিল শ্রী গণেশ জুয়েলারি হাউসের প্রোমোটর নিলেশ পারেখকে। তাঁর বিরুদ্ধে ১৭০০ কেজি সোনা ভিন্ন পথে পাচারের অভিযোগ উঠেছিল। তদন্ত করেছিল ডায়রেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। সেই সময় সামনে এসেছিল ২,৬৭২ কোটি টাকা ঋণ নিয়ে না মেটানোর ঘটনা।

(ছবি সৌজন্য: ফেসবুক)

English summary
ED's search operation in Kolkata to find out Shree Ganesh Jewellery House's alleged fraud
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X