For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা কাণ্ডে নলিনী চিদাম্বরমকে ফের তলব ইডির! ২০ জুন কলকাতায় হাজিরার নির্দেশ

সারদা কাণ্ডে ফের তলব করা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের পত্নী নলিনী চিদাম্বরমকে। ২০ জুন সিজিও কমপ্লেক্সে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সারদা কাণ্ডে ফের তলব করা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের পত্নী নলিনী চিদাম্বরমকে। ২০ জুন সিজিও কমপ্লেক্সে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার হাজিরা এড়ানোর চেষ্টা করতে তাঁকে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে বলে জানিয়ে দিয়েছে ইডি।

সারদা কাণ্ডে নলিনী চিদাম্বরমকে ফের তলব ইডির! ২০ জুন কলকাতায় হাজিরার নির্দেশ

সারদা কাণ্ডে প্রায় দু কোটি টাকা নিয়েছিলেন নলিনী চিদাম্বরম। সারদার বিভিন্ন অ্যাকাউন্ট পরীক্ষা করে এমনটাই প্রমাণ পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এই টাকা তিনি কনসাল্টেশন ফি হিসেবে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন নলিনী। তবে এতটাকা কেন কনসাল্টেশন ফি, তা নিয়ে প্রশ্ন রয়েছে ইডির। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নলিনী চিদাম্বরমকে তলব।

এর আগে তিন তিনবার তলব করা হয়েছিল নলিনী চিদাম্বরমকে। কিন্তু তিনি হাজিরা দেননি। তাই চতুর্থবার তিনি যাতে হাজিরা দেন সেবিষয়ে নিশ্চিত করতে চাইছে ইডি। হাজিরা না দিলে নলিনী চিদাম্বরমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

English summary
ED officials calls Nalini Chidambaram for her alleged involvement in Saradha case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X