For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেআইনি আর্থিক লেনদেন! এবারে ইডির হানা এই 'প্রভাবশালী'র বাড়িতেও

হাওয়ালা কারবারের অভিযোগে কলকাতার বার ব্যবসায়ী জগজিৎ সিং-এর বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • |
Google Oneindia Bengali News

হাওয়ালা কারবারের অভিযোগে কলকাতার বার ব্যবসায়ী জগজিৎ সিং-এর বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল থেকে জগজিৎ সিং-এর একাধিক বাড়ি ও দুই সহযোগীর বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকদের ২৫ থেকে ৩০ জনের একটি দল।

বেআইনি আর্থিক লেনদেন! এবারে ইডির হানা এই প্রভাবশালীর বাড়িতেও

বেআইনিভাবে বার চালানোর অভিযোগে ইতি মধ্যেই জেল বন্দি রাজ্যে ৫০টির ওপর বারের মালিক জগজিৎ সিং। তার এক সঙ্গীও জেলবন্দী। এরই মধ্যে জগজিৎ সিং-এর বিরুদ্ধে বার ব্যবসার আড়ালে হাওয়ালা কারবারের অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকাল থেকে ইডির আধিকারিকরা ভবানীপুর ও বিধাননগরের বিএইচ ব্লকে জগজিতের দুটি বাড়েত হানা দেয়। ইডির আধিকারিকদের ভবানীপুরের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। জগজিৎ সিং ছাড়াও লেকটাউনে সত্যনারায়ণ মুন্দ্রা এবং বিধাননগরের এফই ব্লকে আজমল সিদ্দিকির বাড়িতেও হানা দেয় ইডি। বৃহস্পতিবারের তদন্তে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

বেআইনি ভাবে বার ব্যবসা চালানো ছাড়াও হাওয়ালা মামলায় অভিযুক্ত জগজিৎ সিং। এছাড়াও নারী পাচারেও অভিযুক্ত তিনি। পানশালায় কাজের সুযোগ করে দিয়ে মহিলাদের দেহ ব্যবসায় ঠেলে দেওয়া হত বলে অভিযোগ।

ইডির অভিযোগ, নোট বাতিলের সময় নিজের বিপুল কালো টাকা না অবৈধ উপায়ে বদলে নিয়েছিলেন তিনি। এছাড়াও প্রভাবশালীদের টাকা বদলে সাহায্য করেছিলেন বলে অভিযোগ।

English summary
ED investigation starts against several bar owner Jagjit Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X