For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভ্যালি তদন্তে এবার মনোজ কুমারের বিরুদ্ধে সিট গঠন করল ইডি

এবার রোজভ্যালি মামলায় সিট গঠন করল ইডি। রোজভ্যালির তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তেই এই সিট গঠন।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ ফেব্রুয়ারি : এবার রোজভ্যালি মামলায় সিট গঠন করল ইডি। রোজভ্যালির তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তেই এই সিট গঠন। বৃহস্পতিবারই দিল্লি থেকে রাজ্যে আসছে বিশেষ টিম। ইডি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত এউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে কোনও মামলার তদন্তেই সংযুক্ত রাখা হবে না।[শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে তল্লাশি কলকাতা পুলিশ-এসটিএফের, টানা তিন ঘণ্টা জেরা]

তাই শুধু রোজভ্যালি নয়, মনেজ কুমারের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সমস্ত মামলার তদন্তভার। মনোজ কুমার যে যে মামলায় তদন্ত করছিলেন সেই সমস্ত ফাইলই খতিয়ে দেখা হবে। ইনি কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন কি না, তা সর্বাগ্রে নিশ্চিত করতে চাইছে ইডি। এবিষয়ে কলকাতা পুলিশের কাছে ভিডিও ফুটেজ চেয়ে পাঠালো ইডি। যে ফুটেজে শুভ্রা কুণ্ডুর সঙ্গে দেখা গিয়েছে মনোজ কুমারকে।
বুধবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে ডেকে একপ্রস্থ জেরা করা হয়েছে তাঁকে। শুক্রবার ফের তাঁকে ইডি-র বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হতে হবে। এরই মধ্যে আবার কলকাতা পুলিশের তরফেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে মনোজ কুমারকে।[ফের ম্যাডাম রোজভ্যালি থাবা, সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গেও ইডি অফিসারের যোগ!]

রোজভ্যালি তদন্তে এবার মনোজ কুমারের বিরুদ্ধে সিট গঠন করল ইডি

গতকালই রোজভ্যালি তদন্তে দীর্ঘ জেরা করা হয় গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে। দক্ষিণ কলকাতায় তাঁর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাঁকে তিনঘণ্টা টানা জেরা করে কলকাতা পুলিশ ও এসটিএফের একটি দল। শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়।[রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম]

সম্প্রতি শুভ্রা কু্‌ণ্ডুর সঙ্গে ইডি আধিকারিক মনোজ কুমারের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপরই 'ম্যাডাম রোজভ্যালি' শুভ্রা কুণ্ডু ও ওই ইডি আধিকারিক স্ক্যানারের নিচে এসে পড়েন। কলকাতা পুলিশ দীর্ঘ জেরা করে জানতে পেরেছে, প্রথেম শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হত। তারপর সেই টাকা পাচার হয়ে যেত অন্যত্র। তদন্তকারীরা এখন জানার চেষ্টা চালাচ্ছে রোজভ্যালির কত টাকা এইভাবে পাচার হয়ে গিয়েছে।[রোজভ্যালি কাণ্ডে কেন গ্রেফতার হয়েছেন সুদীপ? জানালেন নিজের মুখেই]

English summary
ED formed special investigation team to investigation of Rose Valley against Manoj Kumar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X