For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়োগ দুর্নীতিতে টিচার্স ট্রেনিং সেন্টার! মানিক-যোগে ইডি-তদন্তে ভাঙা হল তালা

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর মহিষবাথানে এক টিচার্স ট্রেনিং সেন্টার এবার ইডির নজরে। ইডি মহিষবাথানের ওই প্রশিক্ষণ কেন্দ্রে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালায়।

  • |
Google Oneindia Bengali News

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর মহিষবাথানে এক টিচার্স ট্রেনিং সেন্টার এবার ইডির নজরে। ইডি মহিষবাথানের ওই প্রশিক্ষণ কেন্দ্রে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালায়। স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে এনে তালা ভাঙা হয়। তারপর তল্লাশিতে জানা যায়, এই ট্রেনিং সেন্টার চালাতেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

নিয়োগ দুর্নীতিতে মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টার!

এক মহিলা অফিসার-সহ ইডির ছ-জন আধিকারিক মহিষবাথানের মিনার্ভা এডুকেশেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটিতে তদন্তে আসে। কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্রের চাবির হদিশ মেলেনি। স্থানীয়দের কাছে মোবাইল নম্বর নিয়ে ফোন করা হয়। কিন্তু কেউ ফোন তোলেননি। এরপর চাবিওয়ালাকে নিয়ে এসে তালা ভাঙা হয়। তালা ভেঙে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠের মিনার্ভা এডুকেশেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটিতে প্রবেশ করে চিরুণি তল্লাশি চালানো হয়।

বাড়ির মালিককে বসিয়ে তদন্ত চলছে। এই ট্রেনিং সেন্টারে প্রচুর নথি মিলেছে। ইডির অফিসারদের বাড়ির মালিক জানিয়েছিলেন পাঁচ মাসের ভাড়া তিনি পাননি। বিগত দু-মাস ধরে ট্রেনিং সেন্টার পুরোপুরি বন্ধ। এমনকী বাইরের বোর্ড খুলে নেওয়া হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি তৎপরতা বাড়তেই এই ট্রেনিং সেন্টার বন্ধ করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান।

মানিক ভট্টচার্যকে জিজ্ঞাসাবাদ করে ঘনিষ্ঠের খোঁজ পায় ইডি। তিনি যে টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন মহিষবাথানে, তা জানতে পেরেই হানা দেওয়া হয় এই অফিসে। যে সমস্ত অযোগ্য প্রার্থীদের নিয়োগ হয়েছে, তাঁদের কি এই অফিসে ডেকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে? তেমন কোনও নথির হদিশ এখানে পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে ইডি।

এই ট্রেনং সেন্টারের আড়ালে কী কী কাজ হত, কারা এখানে আসত- সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন ফাইলপত্র ঘেঁটে দেখা হচ্ছে। বেশ কিছু খাম পাওয়া গিয়েছে। তাতে বেশ কিছু চিঠি মিলিছে। এসবই খতিয়ে দেখা হবে। ইডি এই সব কাগজপত্র বাজেয়াপ্ত করে তল্লাশি চালাতে পারে। তারপর এই অফিস সিজ করে দিয়ে যাওয়া হবে ইডির তরফে।

মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ যে ব্যক্তি এই অফিস ভাড়া নিয়েছিলেন, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তাঁর খোঁজ পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইডির জানার চেষ্টা চালাবে এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে ঠিক কী কী কাজ হত। এই ট্রেনিং সেন্টারের সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না। এই ট্রেনিং সেন্টারে আর কী কী কাজ করা হত। মানিক ভট্টাচার্যের সঙ্গে ঠিক কী কী যোগসূত্র ছিল এই ট্রেনিং সেন্টারের।

English summary
ED finds a training center after arrest of Manik Bhattacharya in Teachers recruitment Corruption.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X