For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদকাণ্ডে ইডি-নজরে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিযুক্ত দুই আয়কর আধকারিক

নারদকাণ্ডে সিবিআইয়ের পর আর এক কেন্দ্রীয় সংস্থা ইডিও আসরে নেমে পড়ল। শুক্রবার ১৪ জনের বিরুদ্ধে এফআইআর-এর পরই ইডি এই তদন্ত শুরু করে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ এপ্রিল : নারদকাণ্ডে সিবিআইয়ের পর আর এক কেন্দ্রীয় সংস্থা ইডিও আসরে নেমে পড়ল। শুক্রবার ১৪ জনের বিরুদ্ধে এফআইআর-এর পরই ইডি এই তদন্ত শুরু করে দিয়েছে। সর্বাগ্রে অভিযুক্তদের সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে চাইছে তারা। আর এই কাজে আয়কর বিভাগের দুই আধিকারিকের সাহায্য নেওয়া হচ্ছে।

ইডি স্থির করেছে, জিজ্ঞাসাবাদ পরে। আগে তথ্য-প্রমাণাদি খতিয়ে দেখার কাজ সেরে ফেলতে চাইছে তারা। অভিযুক্তদের সম্পত্তির হিসাব পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। শেষ পাঁচ বছরে আর্থিক লেনদেন খতিয়ে দেখবে ইডি। সেইসঙ্গে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার সঙ্গে সেই হিসেবের কোনও ফারাক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।

নারদকাণ্ডে ইডি-নজরে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিযুক্ত দুই আয়কর আধকারিক

সমস্ত তথ্য-প্রমাণ দেখে তারপরই জেরার রাস্তায় হাঁটতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে নথিপত্র চেয়েও পাঠানো হয়েছে সমস্ত অভিযুক্তদের কাছে। স্বভাবতই ইডি-র এই পদক্ষেপে চাপে তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত নেতা-নেত্রীরা।

উল্লেখ্য, নারদ-কাণ্ডে সিবিআই ভারতীয় দণ্ডবিধির ১২০বি ও দুর্নীতি দমন আইনের কয়েকটি ধারায় মামলা করেছিল। এদিন ফের ইডি মামলা দায়ের করল প্রিভেনশন অফ মনি লন্ডারিং অ্যাক্টে। এই মামলায় ইডি ঢুকে পড়ায় তৃণমূল নেতা-নেত্রীদের চিন্তার কারণ, ইডি ইচ্ছা করলেই অভিযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। আর সেই কাজটাই শুরু করে দিল ইডি।

English summary
ED employed two income tax officials to investigate bank account of accused in Narad case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X