For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kuntal Ghosh: স্কুলের নিয়োগ দুর্নীতি মামলা! ২৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ইডির হাতে গ্রেফতার কুন্তল ঘোষ

অভিযোগ উঠেছিল টাকা দিয়ে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছেন। এহেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ফ্ল্যাটে ২৪ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিক। তারপরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডির সূত্রে খবর।

  • |
Google Oneindia Bengali News

চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে ২৪ ঘন্টার বেশি সময় ধরে তল্লাশির পরে গ্রেফতার করা হয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে স্কুলে বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।

যদিও এর আগে সিবিআই-এর জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন কুন্তল ঘোষ। এদিনই কুন্তল ঘোষকে আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে।

আটক তৃণমূল নেতা কুন্তল ঘোষ

আটক তৃণমূল নেতা কুন্তল ঘোষ

শুক্রবার সকাল থেকে রাজারহাটের চিনার পার্কের একটি অভিজাত আবাসনে তল্লাশি চালাতে শুরু করেন ইডির আধিকারিকরা। তারপর থেকে প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনও তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলছে কুন্তল ঘোষকে। এমনটাই খবর ইডির সূত্রে। অভিজাত আবাসনের ৯০৩ এবং ৯০৯-এই দুটি ফ্ল্যাট করেছে কুন্তল ঘোষের। তাঁকে ৯০৩ নম্বর ফ্ল্যাটে একেবারে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের সদস্যদেরও আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই জানা গিয়েছে। এদিন সকালে ইডি সূত্রে জানা গিয়েছে কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে সহযোগিতা না করার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডির সূত্রে দাবি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নথি উদ্ধার

গুরুত্বপূর্ণ নথি উদ্ধার

কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছিলেন, কুন্তল ঘোষ ৩২৫ জন চাকরি প্রার্থীর ১৯ কোটির বেশি টাকা নিয়েছিলেন। টেট পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ কোটি টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তবে এই লেনদেন ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও জানিয়েছিলেন ইডির সূত্রে খবর, কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু সরকারি দফতর সংক্রান্ত নথিও রয়েছে। বিএড কলেজে ভর্তি সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলে ইডির সূত্রে খবর। সম্পত্তি সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়েছে। যার সঙ্গে আয়ের অসঙ্গতিও রয়েছে বলে অভিযোগ।

কুন্তল ঘোষকে আগেই জিজ্ঞাসাবাদ

কুন্তল ঘোষকে আগেই জিজ্ঞাসাবাদ

এর আগে এই নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে কুন্তল ঘোষকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর মধ্যে একবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করে হয় বলে দাবি। সেই সময় তাপস মণ্ডল টাকা লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছিলেন। যদিও কুন্তল ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন।

জেরা তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও

জেরা তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও

শুক্রবার যে সময় ইডি আধিকারিকরা চেনার পার্কে হুগলিত তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দেন, প্রায় সেই সময়ে হুগলির জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা। সেই সময় শান্তনু বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকলেও, পরে ইডির আধিকারিকরা তাঁর বাড়িতে ঢুতে তল্লাশি চালান।

English summary
ED arrests Youth TMC leader Kuntal Ghosh from his flat in Kolkata after searching more than 24 hours in recruitment scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X