পুজোয় কি চলবে লোকাল ট্রেন, শিয়ালদহ-হাওড়া শাখায় বাড়তি ট্রেন, পূর্ব রেলের বার্তায় কিসের ইঙ্গিত
পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মেট্রোয়। সোমবার থেকেই বাড়ছে মেট্রো পরিষেবা। লোকাল ট্রেন চালানো নিয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছে। পুজোর সময় পূর্বরেল বাড়তি ট্রেন চালানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে। সেসময় ট্রেন চালালে রেলের আয়ও বাড়বে বলে আশা প্রকাশ করেছে।

করোনা সংক্রমণের কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। যার জেরে রেলের আয়ে বিপুল ক্ষতি স্বীকার করতে হচ্ছে রেলওয়েকে। মেট্রো চলাচল শুরু হলেও এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলাচল শুরু হয়নি। রেলের আয়ে ঘাটতি পূরণে তাই উৎসবের মরশুমে বাড়তি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
করোনা সংক্রমণের মধ্যেও খুলে দেওয়া হয়েছে পর্যটনকেন্দ্র গুলি। উৎসবের মরশুমে পর্যটন কেন্দ্রগুলিতে আনাগোনাও বাড়বে। তাই পুজোর কদিন অতিরিক্ত ১৩টি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। হাওড়া ও শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন চালানোর অনুমতি চাওয়া হয়েছে।
