দুর্গাপুজো ২০২০: ধ্বংসের মধ্যে নতুন জীবনে ফেরার বার্তা, বেহালা ফ্রেন্ডস ক্লাবের এবারের থিম 'অঙ্কুর'
করোনা পরিস্থিতি যেভাবে মানুষকে, গোটা পরিস্থিতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখান থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে ঠিক যেমন ধ্বংসস্তূপ থেকে বেরোয় অংকুর। এই ভাবনাকে মাথায় রেখে করোণা অতিমারি পরিস্থিতিতে বেহালা ফ্রেন্ডস ক্লাবের এবারের ভাবনায় উঠে এসেছে ''অঙ্কুর''।

রবি ঠাকুরের 'পোড়ো বাড়ি' কবিতা অবলম্বনে এই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে শিল্পী অনির্বাণ। শিল্পীর কথায়,
'চারি দিকে কেহ নাই, একা ভাঙা বাড়ি/ সন্ধে বেলা ছাদে বসে ডাকিতেছে কাক। নিবিড় আঁধার, মুখ বাড়ায়ে রয়েছে/ যেথা আছে ভাঙা ভাঙা প্রাচীরের ফাঁক।'

রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো বাড়ি কবিতায় এই পঙক্তিগুলি আড়ালেই উঠে আসে যে ছবি সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে। শুকিয়ে যাওয়া দেবদারু গাছের নিচে আলো-আঁধারির মাঝে জরাজীর্ণ ভাঙা একটি পোড়ো বাড়ির ছবি।
রবি ঠাকুরের কল্পনাকে নিজের শৈল্পিক ভাবনায় সাজিয়ে তুলতে গিয়ে শিল্পী অনির্বাণ দাস জানিয়েছেন, এই পুজোটি যেখানে হয়, একটি পুরো বাড়ি ছিল সেটাকে ভিত্তি করেই এই থিম দাঁড় করানো হয়েছে। করণা পরিস্থিতিতে জারি হওয়ার লকডাউনের সময়ে কিছু গাছ লাগিয়ে এখানে জঙ্গল তৈরি করা হয়েছে। জীর্ণ পাকা বাড়ির পাশেই করা হয়েছে একটি বিজলির ছাউনির ঘর আর সেই ঘরেই অধিষ্ঠান করছে দেবী দুর্গা।


আর এই আলো-আঁধারি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই আবহ তৈরি করেছেন সংগীতশিল্পী শতদল চট্টোপাধ্যায়। শিল্পী নীলাঞ্জনা দাসের কণ্ঠে কবিতা পাঠেই যার ষোলোকলা ভাঙা ঘরে চাঁদের আলোর মতোই তুলে ধরা হয়েছে 'পোড়ো বাড়ি'র দুর্গোৎসব। শিল্পী অনির্বাণ জানান একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে যেমন বীজের অঙ্কুরোদগম হয় এখানে করোনা পরিস্থিতিতে তৈরি হওয়া ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আবার স্বাভাবিক ভাবে, স্বাভাবিক ছন্দে ফিরবে সাধারণ মানুষ। বীজের অঙ্কুরোদগম হবে।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে