For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠোঙার মাধ্যমে প্লাস্টিক বর্জনের বার্তা, হাঁড়ির খবর দেবেন ওঁরা

Google Oneindia Bengali News

লাখ টাকার থিম শিল্পী শেষে কিনা ঠোঙা বানাচ্ছেন। প্লাস্টিক বন্ধ হয়েছে। তাই এখন সবাইকে আবার পুরনো পথে ফিরতে হচ্ছে। বাজার আনতে গেলে ভরসা নয় বাড়ির ব্যাগ। প্লাস্টিক বন্ধ তাই চা খাওয়া মাটির ভাঁড়ে। ছোটখাটো কিছু কিনলেও দেওয়া হচ্ছে কাগযে মুড়ে। অনেকে আবার দিচ্ছেন ঠোঙায় মুড়ে।

ঠোঙার মাধ্যমে প্লাস্টিক বর্জনের বার্তা, হাঁড়ির খবর দেবেন ওঁরা

এখন মাটির হাড়ি, কাগজের ঠোঙা এসবই ভরসা। তাই সল্টলেক ই ই ব্লকের পুজোয়এবার এটাই থিম শিল্পী মানসের । লাখখানেক ঠোঙা লাগবে। তাই এখন থেকেই ঠোঙা তৈরিতে হাত লাগিয়েছেন মানস । ক্লাবকর্তা বলছেন , 'আগে একান্নবর্তী পরিবারে রান্না হতো মাটির হাঁড়িতে। সেখানে রান্না হতো ভাত থেকে শুরু করে সব কিছু তৈরি হত। সেটাই সবাই খেতো। ওই হাঁড়ির মধ্যে যে খাবার থাকত সেটা আসে প্রকৃতি থেকে। অর্থাৎ হাঁড়ির মধ্যে সুরক্ষিত প্রকৃতি। একদিকে আমাদের যেমন লক্ষ্য প্রকৃতি রক্ষা। আবার অন্যদিক থেকে আমরা এটাও চাই যে বিশ্বের প্রত্যেকটা মানুষের মধ্যে খাবারের সমবন্টন হোক। সেটাই আমাদের বিষয়। আর আমাদের বিষয়ের নাম তাই হাঁড়ির খবর"

আবার শিল্পী জানিয়েছেন যে, "আমাদের যা সবার আগে প্লাস্টিক বর্জন করা উচিৎ , সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেই বিষয়কে মাথায় রেখে আমাদের দুর্গা পুজোর সুচনা হয়েছে। আমাদের মণ্ডপেও ব্যাবহার করা হবে ঠোঙা। আর আমাদের বিষয়টা হল হাঁড়ির খবর। আমাদের মণ্ডপে হাঁড়িটা বিশেষভাবে ব্যবহার তুলে ধরা হচ্ছে। আসলে হাঁড়ি একটা সংসার ধরে রাখে। এখন সেই হাঁড়ি ছোট হয়ে যাচ্ছে। সংসার ছোট হয়ে যাচ্ছে। হাঁড়ি ভালো থাকলে শুধু সংসার নয় সমাজ ভালো থাকে। আর সমাজ থাকলে সবটাই ভালো হয়। সব ধর্মের মানুষ এক হাঁড়িতে খাওয়া দাওয়া করবে এটাও আমাদের ভাবনার অঙ্গ। সেই সব জিনিসকে একটা বড় আর্ট ইনস্টলেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা হচ্ছে আমাদের মণ্ডপে"।

আগামী ১লা থেকে, দেশের সমস্ত রাজ্যে কম উপযোগী এবং উচ্চ বর্জ্য উত্পাদন করে এমন ১৯টি আইটেম তৈরি, স্টোরেজ, আমদানি, বিতরণ, বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোন কোন জিনিস ব্যবহার করা যাবে না এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে যেমন স্ট্রো ( পানীয় খেতে কাজে লাগে) , বিভিন্ন ধরণের প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের হেয়ার ব্যান্ড, ক্যান্ডি, একটি প্লাস্টিকের রড দিয়ে বেলুন, প্লাস্টিকের বাসন, সিগারেটে'র প্যাকেট। এছাড়াও থার্মোকল প্যাকেজিং ফিল্ম এবং সজ্জায় ব্যবহৃত হয় এমন প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

English summary
theme on plastic give a message on saving earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X