For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনেদি বাড়ির দুর্গা ২০২০: দেড়শো বছরের পুরনো কাঠামোয় আজও ব্রিটিশরূপী অসুরকে দমন করেন দুর্গা

বনেদি বাড়ির দুর্গা ২০২০: দেড়শো বছরের পুরনো কাঠামোয় আজও ব্রিটিশরূপী অসুরকে দমন করেন দুর্গা

  • |
Google Oneindia Bengali News

কলকাতার বনেদি বাড়ির পুজো মানেই কতসত ইতিহাস, উত্তরের শোভাবাজার রাজবাড়ি থেকে মধ্য কলকাতার জানবাজারে রানি রাসমণি দেবীর বাড়ির পুজো কিংবা দক্ষিণে ভবানীপুরের দে বাড়ি, ঐতিহ্যের এই সব পুজোয় অনেক গল্প লুকিয়ে রয়েছে। যেমন কলকাতায় থাকলেও অনেকেই জানেন না যে, দক্ষিণ কলকাতার ভবানীপুরের হরিশ মুখার্জী রোডের দে বাড়ির পুজোতে ব্রিটিশরূপী অসুরকে দমন করেন দুর্গা!

পুজো শুরুর ইতিহাস

পুজো শুরুর ইতিহাস

এবছর ভবানীপুরের দে বাড়ির পুজো ১৫১ তম বর্ষে পা দিল। ১৮৭০ সালে রামলাল দে'র হাত ধরে এবাড়িতে পুজো শুরু। বাড়ির বর্তমান প্রজন্মের পরিবারসূত্রে জানা যায়, এ বাড়িতে দুর্গা পুজো শুরু স্বপ্নাদেশে। ইংরেজ আমলে কলকাতায় তুলোর ব্যবসা করতেন রামলাল। তাঁর স্ত্রী একদিন সকালবেলায় ঘর থেকে বেড়িয়ে জনৈক এক ভদ্রমহিলাকে দুই ছেলে মেয়ে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে সেই ভদ্রমহিলার আর খোঁজ মেলেনি। পরে রামলাল দে, বাড়িতে দুর্গাপুজো করার স্বপ্নাদেশ পান। এরপর তিনি ভবানীপুরের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন।

ব্রিটিশরূপী অসুর বধ করেন দুর্গা

ব্রিটিশরূপী অসুর বধ করেন দুর্গা

দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির এই পুজোর অন্যতম আকর্ষণ এবাড়ির প্রতিমা। যেখানে ব্রিটিশরূপী অসুর বধ করেন দুর্গা। দুর্গার পায়ের তলায় শায়িত অসুরের পরনে ইংরেজ আমলের কোট প্যান্ট। পায়ে ইংরেজ আমলের জুতো। অসুরের মুখের গড়ন ও মাথার চুলেও ব্রিটিশদের ছাপ রয়েছে। অসুরের মাথার চুল ও গোঁফ খয়েরি রঙের।

কেন ব্রিটিশরূপী অসুর

কেন ব্রিটিশরূপী অসুর

পরিবার সূত্রে জানা যায়, বনেদি বাড়ির এই পুজোতে শুরু থেকেই দুর্গার পায়ের তলায় শায়িত অসুরের চুল-গোঁফ ব্রিটিশদের মতো এমন কী পোশাকও ব্রিটিশদের মতো। ব্রিটিশ সামাজ্যের পতন চেয়েই নাকি অসুরকে ব্রিটিশদের মতো সাজানো হয়েছিল। সেই রীতি এখনও পরিবারের পক্ষ থেকে মেনে আসা হচ্ছে।

দেড়শো বছরের পুরনো কাঠামোতে পুজো

দেড়শো বছরের পুরনো কাঠামোতে পুজো

পরিবার সূত্রে আরও জানা যায়, এবাড়িতে আজও দেড়শো বছরের পুরনো কাঠামোতে পুজো হয়ে আসছে। বিসর্জনের সময় মূল কাঠামো জল থেকে তুলে আনা হয়। সেই কাঠামোতেই পরের বছর বাড়িতেই প্রতিমা তৈরি করা হয়। সময়ের কালে অনেক কিছু পাল্টালেও আজও এবাড়ির প্রতিমা বাড়িতেই তৈরি হয়ে আসছে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

মহামারীর ভয়াবহতায় নিউ নর্মালে শোভাবাজার রাজবাড়ির পুজোয় বদলাতে হচ্ছে নিয়মমহামারীর ভয়াবহতায় নিউ নর্মালে শোভাবাজার রাজবাড়ির পুজোয় বদলাতে হচ্ছে নিয়ম

English summary
Durga Puja 2020: History and Specality of South kolkata's bhowanipore de barir durga puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X