For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাসুর বধ এবার নাগের বাজারের তেলিপুকুর যুবক সঙ্ঘের থিম

করোনাসুর বধ এবার নাগের বাজারের তেলিপুকুর যুবক সঙ্ঘের থিম

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো। তবে এবছর মহিষাসুর নয় করোনা পরিস্থিতিতে এবছর দুর্গা পুজোয় করোনাসুর বধ হবে দমদম নাগের বাজারের তেলিপুকুর যুবক সঙ্ঘের পুজো মণ্ডপে হবে।
তবে চিরাচরিত মহিষাসুরের মূর্তির বদলে করোনাসুর কেন?

করোনাসুর বধ এবার নাগের বাজারের তেলিপুকুর যুবক সঙ্ঘের থিম

উত্তরে পুজো উদ্যোক্তারা জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই পুজো উদ্যোক্তাদের মাথায় এসেছিল এই পরিকল্পনার কথা। তবে লকডাউন চলাকালীন আদৌ এ বছর পুজো হবে কী না তাই নিয়ে ধন্দে ছিল সকলেই। অবশেষে পুজোর অনুমতি পাওয়ার তাদের পরিকল্পনাকেই বাস্তবায়িত করছে নাগের বাজারের তেলিপুকুর পুজো কমিটি।
কুমোরটুলিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। বেশ কিছু প্রতিমা রওনা দিয়েছে মণ্ডপে। এই মূর্তিটিও দু একদিনের মধ্যে রওনা দেবে।

শনিবার কুমোরটুলিতে প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পাল শেষ মুহূর্তের 'টাচ' দিচ্ছেন করোনা সুরের মূর্তিতে। বাদামী রঙের শরীর, ভাঁটার মতো লাল চোখ, চুলে করোনার ' স্পাইক'।

এদিন করোনা সুরকে দেখতে ইতিমধ্যেই ভিড় জমেছে ইন্দ্রজিতের স্টুডিওতে। ফোটোগ্রাফার, বিভিন্ন চ্যানেলের ক্যামেরাও হাজির। সব মিলিয়ে কুমোরটুলির নতুন তারা ইন্দ্রজিৎ পাল। ময়দানে 'ডার্বি' যেমন নতুন তারকা তুলে আনে ঠিক তেমনি। ইন্দ্রজিৎ অবশ্য বললেন, ' যে ভাবনা থেকে প্রতিমা গড়েছি, সেটা সত্যি হলে খুব তৃপ্তি পাবো। একটাই প্রার্থনা, করোনা মুক্ত হোক পৃথিবী।'

চুড়ামন রাজবাড়ির দুর্গাপুজোয় জড়িয়ে অনন্য সম্প্রীতির বার্তাচুড়ামন রাজবাড়ির দুর্গাপুজোয় জড়িয়ে অনন্য সম্প্রীতির বার্তা

English summary
Durga Puja 2020: Dumdum telipukur Yubak Sangha theme is Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X