For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রূপে অসুর, চিকিৎসকের ভূমিকায় মা দুর্গা! ফের কলকাতার পুজো ভাবনার প্রশংসায় নেট দুনিয়া

করোনা রূপে অসুর, চিকিৎসকের ভূমিকায় মা দুর্গা! ফের কলকাতার পুজো ভাবনার প্রশংসায় নেট দুনিয়া

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বড়িশা ক্লাবের পুজোর ছবি কার্যত বাংলা ছাড়িয়ে গোটা দেশে ভাইরাল। ছবি ছড়িয়েছে বিদেশের বাঙালিদের মধ্যেও। এই পুজোর প্রতিমা ঘিরে কার্যত ধন্য ধন্য করছেন গোটা দেশের শিল্পপ্রেমী মানুষ! এদিকে, এরই মাঝে কলকাতার আরও একটি দুর্গা প্রতিমা এবার খবরে।

করোনা রূপে অসুর, চিকিৎসকের ভূমিকায় মা দুর্গা! ফের কলকাতার পুজো ভাবনার প্রশংসায় নেট দুনিয়া

কলকাতার একটি পুজোতে এবার করোনা রূপে তুলে ধরা হয়েছে অসুরকে। ভাইরাসের স্পাইক যেমন মাথায় হয়, তেমনই এই অসুরেরে মাথার চুলের দিকে ভাইরাসের স্পাইক রয়েছে। প্রসঙ্গত, অসুরের রঙ সধারণত সবুজ করা হয়। এখানেও সবুজ রঙের অসুরের ওপর করোনার স্পাইক শিল্প নৈপূণ্যতায় গড়ে তোলা হয়েছে। এদিকে, এই পুজোয় মা দুর্গা রয়েছেন চিকিৎসকের বেশে। তাঁর সঙ্গে সন্তান লক্ষ্মী , সরস্বতী, গণেশ ও কার্তিকরা কোভিড যোদ্ধার বেশে সেজেছে।

করোনা রূপে অসুর, চিকিৎসকের ভূমিকায় মা দুর্গা! ফের কলকাতার পুজো ভাবনার প্রশংসায় নেট দুনিয়া

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল হচ্ছে। এমনকি এই ছবি পোস্ট করা থেকে নিজেকে আটকে রাখতে পারেননি কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি এই ছবিটি পোস্ট করে লেখেন, ' কোভিড ১৯ থিমের এই দুর্গা পুজো কলকাতায় হচ্ছে। দেবী এখানে ভাইরাস দমন করছেন। প্রতিমার শিল্পী ও ডিজাইনারকে কুর্নিশ।'

করোনা রূপে অসুর, চিকিৎসকের ভূমিকায় মা দুর্গা! ফের কলকাতার পুজো ভাবনার প্রশংসায় নেট দুনিয়া

প্রসঙ্গত, দেশে করোনার আবহে বহু পরিস্থিতিতে রোগীর চিকিৎসায় আত্মত্যাগ করেছেন বহু চিকিৎসক। এই সমস্ত চিকিৎসকের প্রতি শ্রদ্ধার্ঘ বজায় রেখে রবিবারই এক বার্তা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ' এই নবরাত্রিতে আমি সকলকে আর্জি জানাচ্ছি করোনাকে হারাতে ভেবে চিন্তে তারপর পদক্ষেপ ফেলুন। '

এই বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানান, ' যখন উৎসবের আমেজে আমরা প্রার্থনা করব, তখন লাখ লাখ করোনা যোদ্ধার আত্নবলিদানের কথা স্মরণ করব'। তিনি মনে করিয়ে দেন অন্যের প্রাণ বাঁচাতে করোনার আবহে অনেকেই নিজের বলিদান দিয়েছেন, তাঁদের কথা স্মরণ করে করোনা পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

পুজোর আগেই বাংলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সুস্থতার হার কমায় উদ্বেগ বৃদ্ধিপুজোর আগেই বাংলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সুস্থতার হার কমায় উদ্বেগ বৃদ্ধি

English summary
Durga puja 2020, Asura prtrayed as Corona while devi is in Doctore's dress in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X