For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় বুঁদ প্রজন্ম, হারিয়ে যাচ্ছে সম্পর্ক, 'বন্ধনী'তে বাঁধার বার্তা দিচ্ছে এই পুজো মন্ডপ

পুজো আসতে বাকি আর মাত্র কয়েকদিন। উত্তর থেকে দক্ষিণ, পুজো মন্ডপগুলিতে চূড়ান্ত ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের কাজ। কলকাতার দক্ষিণে রবীন্দ্র সরোবর কাছে শিবমন্দরিরের পুজো এবার পা দিল ৮৩ বছরে।

  • |
Google Oneindia Bengali News

পুজো আসতে বাকি আর মাত্র কয়েকদিন। উত্তর থেকে দক্ষিণ, পুজো মন্ডপগুলিতে চূড়ান্ত ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের কাজ। কলকাতার দক্ষিণে রবীন্দ্র সরোবরের কাছে শিবমন্দরিরের পুজো এবার পা দিল ৮৩ বছরে।

সোশ্যাল মিডিয়ায় বুঁদ প্রজন্ম, হারিয়ে যাচ্ছে সম্পর্ক, বন্ধনীতে বাঁধার বার্তা দিচ্ছে এই পুজো মন্ডপ

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মন্ডপ শিবমন্দিরের এবারের থিম 'বন্ধনী'। সোশ্যাল মিডিয়ায় যুগে, যোগোযোগের মাধ্যম পাল্টেছে।মুঠোফোনই এখন যোগাযোগের প্রথম এবং প্রধান মাধ্যম। আর এই মাধ্য়মে আষক্ত হয়েই সম্পর্কের বাঁধনগুলো থেকে আলগা হয়ে পড়ছে সবাই। সোশ্যাল মিডিয়ায় মুখ গুঁজে থাকতে গিয়ে বন্ধনহীন হয়ে পড়েছে আধুনিক প্রজন্ম। সেই ভাবনা থেকেই 'বন্ধনী' থিমের উপর তৈরি হচ্ছে এবারের শিবমন্দিরের পুজো মন্ডপ।

[ ভবানীপুরের বকুলবাগানে পৌরনিক থেকে বর্তমান সময়ের চালচিত্র][ ভবানীপুরের বকুলবাগানে পৌরনিক থেকে বর্তমান সময়ের চালচিত্র]

পুজো দেখতে এসে মন্ডপ জুড়ে দড়ির নানা রকম কাজ দেখবেন দর্শনার্থীরা। পুরো মন্ডপই রঙ বেরঙের দড়ি দিয়ে তৈরি হয়েছে। দড়ি দিয়ে চাকা, পুতুল, চড়কি, ঘর সাজাবার সামগ্রী, বিভিন্ন নকশা দিয়ে তৈরি করা হয়েছে।

মন্ডপ শিল্পী বিমল সামন্ত বলেন,'দড়ির বন্ধনে আবদ্ধ এই পুজো মন্ডপ। সঙ্গে সামাজিক বার্তাও থাকছে।' সঙ্গে তিনি জুড়েছেন, 'বর্তমান সমাজে সম্পর্ক থেকে আমরা দূরে সরছি। যেখানে সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে। আগে যৌথ পরিবার ছিল। সেখান থেকে ভেঙেই এখন ছোট ছোট পরিবার। আর পরিবারের মধ্যেও সম্পর্কের ভাঙন ধরছে। দড়ির বাঁধন দিয়ে পুজো মন্ডপ তৈরি করে সেখানেই আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি। বন্ধনীর বাঁধনে সবাইকে জড়িয়ে রাখার বার্তা দিয়ে সচেতন করা হয়েছে। মন্ডপের আলোকসজ্জাতেও থাকছে চমক।

 [ বড়িশা সর্বজনীনের পুজো মণ্ডপে শুধুই শিকড়ের টান] [ বড়িশা সর্বজনীনের পুজো মণ্ডপে শুধুই শিকড়ের টান]

English summary
durga puja 2019: south kolkata's famous shiv mandir durga puja with theme of bhandani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X