For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উমার দিকে দুহাত জোড় করে প্রণাম করলেই, ছবি আপলোড ফেসবুকে, এই পুজোয় এবার মেগা চমক

কাউন্ট ডাউন শুরু। পুজোর বাকি আর মাত্র কয়েক ঘন্টা। চতুর্থী থেকেই ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। উত্তর কলকাতার জনপ্রিয় পুজোয় এবার বড় চমক।

  • |
Google Oneindia Bengali News

কাউন্ট ডাউন শুরু। পুজোর বাকি আর মাত্র কয়েক ঘন্টা। চতুর্থী থেকেই ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। উত্তর কলকাতার জনপ্রিয় পুজোয় এবার বড় চমক।

হাতিবাগান সর্বজনীন

হাতিবাগান সর্বজনীন

উত্তরের জনপ্রিয় বারোয়ারি পুজোগুলির মধ্য অন্যতম হাতিবাগান সর্বজনীনের পুজো। এই বার এই পুজো পা দিল ৮৫ তম বর্ষে।

এবারে হাতিবাগান সর্বজনীনের পুজোর থিম

এবারে হাতিবাগান সর্বজনীনের পুজোর থিম

ঝলমলে থিমে এবার হাতিবাগানের মণ্ডপ সাজানো হয়েছে। মূল থিম চালের পাঁচালী। পুরো মণ্ডপটিই কয়েকটি বড় চালচিত্রের আকারে তৈরি করা হয়েছে।

মণ্ডপে ঢুকে কী দেখবেন

মণ্ডপে ঢুকে কী দেখবেন

লম্বা লাইনে দাঁড়িয়ে মণ্ডপে ঢুকলেই মনে হবে মুহূর্তেই যেন রাজবাড়িতে পৌঁছে গিয়েছেন আপনি। শিল্পী সঞ্জীব সাহা বললেন, 'মণ্ডপে ঢুকলে চোখ ধাঁধানো আলো থাকছে। সঙ্গে বারোয়ারি পুজোয় ঢুকে রাজবাড়ির অনুভূতি পাবেন দর্শনার্থীরা'

এই পুজো প্যান্ডেলে ছবি তুলবেন মা দুর্গা স্বয়ং!

এই পুজো প্যান্ডেলে ছবি তুলবেন মা দুর্গা স্বয়ং!

এই পুজো প্যান্ডেলে উমা স্বয়ং দর্শনার্থীদের ছবি তুলবেন!চমকাবেন না, মায়ের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে ভক্তিভরে প্রণাম করলেই ছবি উঠে যাবে। সেই ছবিই মণ্ডপের একটি স্ক্রিনে ফুটে উঠবে। সেই ছবি স্ক্যান করলেই আপনার মোবাইলে চলে আসবে আর মুহূর্তেই আপনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন।

কীভাবে এই ভাবনা এল

কীভাবে এই ভাবনা এল

আয়োজকরা জানালেন, আগে মণ্ডপে ঢুকে সবাই উমার দিকে তাকিয়ে প্রণাম করত। এখন দেবীর দিকে পিছন ফিরে সবাই সেলফি তোলে। সেই দেখে নতুন ভাবনা মাথায় আসে। উমা নিজেই যদি দর্শনার্থীদের ছবি তুলে দেয়, কেমন হয়! বেঙ্গালুরুর এক সংস্থা অ্যাপ তৈরি করেছে। যেখানে পুজো মণ্ডপে এসে দেবীকে প্রণাম করলেই ছবি উঠে যাবে। যা স্ক্যান করে দর্শনার্থীরা নিজের ওয়ালে পোস্ট করতে পারবেন।

ঐতিহ্যের দত্তবাড়ি: এই বাড়ির বনেদি পুজোয় দেবীকে কুমারী ও সধবা দুই রূপে পুজো করা হয়ঐতিহ্যের দত্তবাড়ি: এই বাড়ির বনেদি পুজোয় দেবীকে কুমারী ও সধবা দুই রূপে পুজো করা হয়

দুর্গার পায়ের তলায় শায়িত কোট-প্যান্ট পরা অসুর, দে বাড়িতে পুজো হয় দেড়শো বছরের পুরনো কাঠামোতেদুর্গার পায়ের তলায় শায়িত কোট-প্যান্ট পরা অসুর, দে বাড়িতে পুজো হয় দেড়শো বছরের পুরনো কাঠামোতে

ছবি সৌজন্যে- হাতিবাগান সর্বজনীনের ফেসবুক পেজ

English summary
Durga puja 2019: HatibaganSarbojanin Durgotsav, where durga idol cliks photo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X