For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভবানীপুরের বকুলবাগানে পৌরানিক থেকে বর্তমান সময়ের চালচিত্র

বাঙালি বিশ্বাসে চালচিত্রের গুরুত্ব অপরিসীম। পটের ওপর দেব-দেবীর ছবি এঁকে, তা পুজো করার অভ্যাস বহুকালের। সেই শিল্পকেই এবার নিজেদের ভাবনায় ফুটিয়ে তুলেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরের বকুলবাগান।

  • |
Google Oneindia Bengali News

বাঙালি বিশ্বাসে চালচিত্রের গুরুত্ব অপরিসীম। পটের ওপর দেব-দেবীর ছবি এঁকে, তা পুজো করার অভ্যাস বহুকালের। সেই শিল্পকেই এবার নিজেদের ভাবনায় ফুটিয়ে তুলেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরের বকুলবাগান।

ভবানীপুরের বকুলবাগানে পৌরানিক থেকে বর্তমান সময়ের চালচিত্র

৯২তম বছর

থিমের যুদ্ধে পুরনো সৈনিক ভবানীপুরের বকুলবাগান এবার ৯২তম বছরে পা দিল। এবছর নিজেদের মণ্ডপ সজ্জায় তারা যে ভাবনা আমদানি করেছে, তা একেবারে অন্য রকম বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

কী সেই ভাবনা

পটের ওপর দেব-দেবীর ছবি এঁকে, তা পুজো করার চল বাঙালি সমাজে নতুন। যাকে বলা হয় চালচিত্র। তাতে পৌরানিক সময়ের ইতিহাস গচ্ছিত আছে। সেই সব চালচিত্রকেই এবার নিজেদের মণ্ডপ সজ্জায় ব্যবহার করছে ভবানীপুরের বকুলবাগান। একই সঙ্গে বর্তমান সময়ের চালচিত্রও পটে তুলে ধরা হয়েছে।

শিল্পীর কথায়

শিল্পী বিমল সামন্তের কথায়, সব সভ্যতার একটা নিজস্ব ইতিহাস থাকে। পটচিত্র বা চালচিত্রে তার প্রমাণ পাওয়া যায়। একই ভাবে যা এখন বর্তমান, তাও একদিন ইতিহাস হবে। সেসব নিয়ে বকুলবাগানের ভাবনা অন্যরকম বলে দাবি শিল্পীর। অনেকটা চালির আকারেই তৈরি করা হয়েছে মণ্ডপও।

[ বড়িশা সর্বজনীনের পুজো মণ্ডপে শুধুই শিকড়ের টান][ বড়িশা সর্বজনীনের পুজো মণ্ডপে শুধুই শিকড়ের টান]

[কর্পোরেট কর ছাড়ের সিদ্ধান্ত বৈপ্লবিক! বিশ্বের শিল্পপতিদের কাছে ভারতে বিনিয়োগের আহ্বান মোদীর][কর্পোরেট কর ছাড়ের সিদ্ধান্ত বৈপ্লবিক! বিশ্বের শিল্পপতিদের কাছে ভারতে বিনিয়োগের আহ্বান মোদীর]

English summary
Durga Puja 2019 : Bakulbagan is using chalchitra in theme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X