For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাটির দুর্গাকে টেক্কা 'জীবন্ত' দুর্গাদের, মহালয়ার আগে কুমোরটুলি পাড়ায় বাড়ছে ভিড়

মহালয়ার আগে কুমোরটুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। হাজার হাজার উমা পাড়ি দেবে ভিন রাজ্যে বা বিদেশের পথে।

  • |
Google Oneindia Bengali News

মহালয়ার আগে কুমোরটুলি পাড়ায় শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। হাজার হাজার উমা পাড়ি দেবে ভিন রাজ্যে বা বিদেশের পথে। তাই তাদেরকে সাজিয়ে একে একে সারি বেঁধে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই দুর্গা প্রতিমাকে ঘিরেই ক্রমেই ক্রমেই কুমোরটুলি পাড়ায় ফটোগ্রাফারদের ব্যস্ততাও কম নয়। সেই সাথে রয়েছে জীবন্ত প্রতিমাদের মডেলদের আনাগোনাও। যা যথেষ্ট চোখে পড়ার মতো।

মাটির দুর্গাকে টেক্কা জীবন্ত দুর্গাদের, মহালয়ার আগে কুমোরটুলিতে বাড়ছে ভিড়

ফটোগ্রাফারদের ফটোশ্যুটের জন্য মাটির প্রতিমার পাশে দুর্গার সাজে সেজে একজন ছবি তুলতে ব্যস্ত এই জীবন্ত প্রতিমারা। দেখলে বোঝাই দায় কোনটা আসল, কোনটা নকল! ফলে কুমোরটুলি জুড়ে এখন মাটির প্রতিমার সঙ্গে জোর টক্কর চলছে 'জীবন্ত দূর্গাদের'।

পটুয়া পাড়ায় ফটোগ্রাফারদের আনাগোনা শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। প্রতিমা শিল্পীরা যবে থেকে প্রতিমা তৈরির জন্য মাটিতে তাল পাকানো শুরু করেন তবে থেকেই ছবিওয়ালাদের আনাগোনা শুরু হয়ে যায়। তবে মাটির প্রতিমার পাশে কোনও মডেলকে দূর্গা সাজিয়ে ছবি তোলার ট্রেন্ড শুরু হয়েছে গত কয়েক বছর আগে থেকেই। আর গত দু'বছর সেই ট্রেন্ড আরও উস্কে গিয়েছে।

কুমোরটুলির অলিগলিতে ঘুরলেই দেখা যাচ্ছে , কোথাও ছোট্ট দুর্গা সেজে উঠছে নিজের খেয়ালে..কোথাও আবার 'বড়-দুর্গা ' ত্রিশূল হাতে চড়েছেন রিক্সায়!

কুমোরটুলির এক প্রবীণ শিল্পীর কথায়, 'হিসেব কষে দেখা যাবে যত দুর্গা কুমোরটুলিতে তৈরি হচ্ছে, তার চেয়ে বেশি দুর্গার আবির্ভাব ঘটেছে এই পাড়ায়। আর ছবি শিকারিদের কাছে মাটির তৈরি প্রতিমার থেকে জীবন্ত দুর্গা সংখ্যাটাই বেশি।'

আপাতত কাশী মিত্র ঘাট থেকে বাগবাজার ঘাট সর্বত্রই ছবিটা একই। পটুয়া পাড়ার প্রবীণ মেকআপ শিল্পী ধনঞ্জয় স্টুডিওতেও এখন খুব ভিড়। তিনি জানাচ্ছেন, 'বছর পাঁচেকের খুদে থেকে বছর পঁচিশ, সব রকমেরই দুর্গা আসছেন এখানে । সেই সঙ্গে পাল্লা দিয়ে সেই দূর্গা ঘিরে রেখেছে ছবি শিকারীদের ভিড়। রয়েছেন দুর্গার সাজের বহু মডেল ও তাঁদের আত্মীয় পরিজনরাও।'

অনেকেই বলছেন, দেবী দুর্গার বিভিন্ন ভঙ্গিমা ফুটে উঠেছে কুমোরটুলিতে, কখনও মাটির প্রতিমায় কখনও জীবন্ত প্রতিমায়! আর সেই রূপকে ক্যামেরাবন্দি করার উত্তেজনা এখন চরমে। সব মিলিয়ে দুর্গাপুজো ঘিরে পটুয়াপাড়ায় আপাতত জমজমাট উৎসবের আসর।

English summary
Durga Puja 2019 : A unique que in Kolkata Kumartuli area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X