For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথাও বিষাদ কোথাও উল্লাস, ঠাকুর দেখা আর বিসর্জন চলছে একইসঙ্গে

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২২ অক্টোবর : একেই বোধহয় বলে তিথির ফের। গতবারের মতো এবারও পুজো তিনদিনে শেষ হওয়ার পথে। তিথি অনুযায়ী এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দশমী। ফলে বিষাদের সুর বেজে উঠেছে কোথাও কোথাও।

বেলা গড়াতেই কলকাতার গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়ে গিয়েছে বিসর্জনের পালা। বেশিরভাগ বাড়ির ঠাকুরই বিসর্জন দেওয়া হচ্ছে। সরকারি নিয়মানুযায়ী আজ গোটা দিন বিসর্জন দেওয়া যাবে। তবে শুক্রবার ও শনিবার বিসর্জন হবে না মহরমের জন্য।

কোথাও বিষাদ কোথাও উল্লাস, ঠাকুর দেখা, বিসর্জন চলছে একইসঙ্গে

আবার রবিবার থেকে বিসর্জন দেওয়া যাবে। ফলে বেশিরভাগ পাড়ার বারোয়ারি ঠাকুর বিসর্জিত হবে আগামী রবিবারই। তবে এসবের মধ্যেই চলেছে প্রতিমা বরণ সিঁদুর খেলা। আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি।

এসবের মাঝেই শহর কলকাতা সহ আশপাশের জেলায় মানুষ এই দিনটি নবমীর মতো করেই উপভোগ করছেন। প্যান্ডেলে প্যান্ডেলে এখনও চুটিয়ে চলছে ঠাকুর দেখা। প্রতিমা থাকবে আরও কয়েকদিন। ফলে এদিন এমনকী আগামিকালও নামী মণ্ডপগুলিতে ভালোই ভিড় হবে বলে মনে করা হচ্ছে।

এদিন নবমী আর দশমী একইদিনে পড়েছে। হর্ষ ও বিষাদ যেন হাত ধরাধরি করে হাঁটছে বাঙালির মনের মধ্যে। আপাতত আজকের দিনটাই রইল পড়ে। তারপর ফের একবছর মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনবে আম বাঙালি।

English summary
Durga immersion starts with teary eyes in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X