For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডানলপ ব্রিজও ‘বাতিলে’র তালিকায়! ছ’বছরেই ধরা পড়ল ‘রোগ’, বন্ধ যান চলাচল

মাত্র ছ’বছর আগে তৈরি হওয়া সেতুই পড়ে গেল ‘বাতিলে’র তালিকায়। পুডোর আগে যান চলাচল নিষিদ্ধ হল ডানলপ ব্রিজে।

  • |
Google Oneindia Bengali News

মাত্র ছ'বছর আগে তৈরি হওয়া সেতুই পড়ে গেল 'বাতিলে'র তালিকায়। পুডোর আগে যান চলাচল নিষিদ্ধ হল ডানলপ ব্রিজে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভারী কোনও যান চলাচল করতে পারবে না এই ব্রিজ দিয়ে। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পরই অন্যান্য সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষায় নামার পরই রোগ ধরা পড়ল ডানলপ ব্রিজে।

ডানলপ ব্রিজও ‘বাতিলে’র তালিকায়! ছ’বছরেই ধরা পড়ল ‘রোগ’, বন্ধ যান চলাচল

উত্তর শহরতলির গুরুত্বপূর্ণ এই ডানলপ ব্রিজ। এই ব্রিজটি হওয়ার পর ডানলপ মোড়ের যানজট মুক্তি ঘটেছিল। কিন্তু মাত্র ছ-বছরের মধ্যে ব্রিজটি বাতিলের তালিকায় পড়ে যাওয়ায় ফের পুরনো সমস্যা ফিরে আসতে পারে। পুজোর আগে তীব্র যানজট তৈরি হতে পারে দক্ষিণের পর উত্তরেও। কলকাতার দুই প্রবেশদ্বারই সমস্যাকীর্ণ হয়ে পড়তে চলেছে এর ফলে।

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে সিকিমে ভেঙে পড়ল ব্রিজ, দেখুন ভাইরাল ভিডিও][আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে সিকিমে ভেঙে পড়ল ব্রিজ, দেখুন ভাইরাল ভিডিও]

রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভারী যান চলাচলে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে জন্য বাঁশের ব্যারিকেড করে শুধু বাইক বা সাইকেল যাওয়ার মতো সংকীর্ণ করে দেওয়া হচ্ছে অ্যাপ্রোচ রোড। ২০১২ সালের অক্টোবর মাসে এই ডানলপ ব্রিজ চালু হয়েছিল।

[আরও পড়ুন: পুজোতে কতদিন ছুটি পাবেন ডিএলও- কাজে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা, জানতে চাইল কলকাতা হাইকোর্ট ][আরও পড়ুন: পুজোতে কতদিন ছুটি পাবেন ডিএলও- কাজে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা, জানতে চাইল কলকাতা হাইকোর্ট ]

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর নজরদারি চালাতে গিয়ে দেখা যায় ডানলপ সেতুর পিলারের উপরের গার্ডারগুলিকে যে বিয়ারিং ধরে রেখেছে, সেখানে সমস্যা তৈরি হয়েছে। সরে গিয়েছে বেশ কিছু বিয়ারিং। অবিলম্বে তা মেরামত না হলে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে সংস্কার চালানো হবে অতি সত্বর। তার আগে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ডানলপ মোড়ের যানজট ফের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

[আরও পড়ুন: ৯ রাজ্যে নতুন এআইসিসি সচিব নিয়োগ কংগ্রেসের, বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধলেন রাহুল][আরও পড়ুন: ৯ রাজ্যে নতুন এআইসিসি সচিব নিয়োগ কংগ্রেসের, বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধলেন রাহুল]

English summary
Dunlop Bridge has been closed from 18 September for bad condition. State takes this decision according to Engineer’s proposal after Majherhat Bridge collapse,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X