For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশুভ শক্তির বিনাশ হোক! রাজ্যে কোনও কিছুর তদন্ত হয় না, নাগেরবাজার নিয়ে আর যা বার্তা মুকুলের

এরাজ্যে কোনও তদন্তই সঠিকভাবে হয় না। তাই নাগের বাজার কাণ্ডে এনআইএ তদন্ত চাই। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

এরাজ্যে কোনও তদন্তই সঠিকভাবে হয় না। তাই নাগের বাজার কাণ্ডে এনআইএ তদন্ত চাই। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিকে, নাগেরবাজার বিস্ফোরণে বাড়ল মৃতের সংখ্যা। রবিবার গভীর রাতে মৃত্যু হয় শরৎ শেট্টি নামে এক ব্যক্তির। এনিয়ে এই বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩-এ।

অশুভ শক্তির বিনাশ হোক! রাজ্যে কোনও কিছুর তদন্ত হয় না, নাগেরবাজার নিয়ে আর যা বার্তা মুকুলের

২ অক্টোবরের বিস্ফোরণে আটবছরের কিশোর বিভাস ঘোষের মৃত্যু হয়েছিল। পরে রবিবার সকালে ৪৩ বছর বয়স্ক এক ফল ব্যবসায়ী অজিত হালদারের মৃত্যু হয়। রবিবার গভীর রাতে মৃত্যু হয় শরৎ শেট্টির।

সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণে কারণ এখনও নির্ধারণ করতে পারেনি পুলিশ। কেননা সেখানে বিস্ফোরণের পর গান পাউডারের গন্ধ পাওয়া যায়নি। এদিকে তদন্তকারীদের এই বক্তব্যকেই বিঁধেছেন বিজেপি নেতা মুকুল রায়। ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন তিনি। মুকুল রায় বলেন, তৃণমূলের পার্টি অফিসে বিস্ফোরণ হচ্ছে, কারও কাছ থেকে একে ৪৭ রাইফেল পাওয়া যাচ্ছে। তাই নাগেরবাজার কাণ্ডে এনআইএ তদন্ত হলেই সঠিক দিক উঠে আসবে, মন্তব্য করেছেন মুকুল রায়। তাঁর অভিযোগ, এখানে খুন, রাহাজানি কোনও কিছুরই তদন্ত হয় না।

দুর্গা পুজো প্রসঙ্গে মুকুল রায় বলেন, এটা শুধুমাত্র হিন্দুদের উৎসব নয়। এটা আক্ষরিক অর্থেই সর্বজনীন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একাকার হয়ে যায় বলে মন্তব্য করেছেন তিনি। শারদোৎসবে অসুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তি জাগ্রত হোক। বলেন মুকুল রায়।

English summary
DumDum blast toll rises, Mukul Roy claims NIA enquiry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X