For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোর ৩টে থেকে শহরে ঢুকবে না গাড়ি, ধর্মতলায় ৪৬ ফুটের মঞ্চ, ২১ জুলাই ছুটি ঘোষণা একাধিক স্কুলে

ভোর ৩টে থেকে শহরে ঢুকবে না গাড়ি, ধর্মতলায় ৪৬ ফুটের মঞ্চ, ২১ জুলাই ছুটি ঘোষণা একাধিক স্কুলে

Google Oneindia Bengali News

শহিদ সমাবেশের উৎসবে মেতেছে শহর। সেজে উঠেছে মহানগরী। ধর্মতলায় তৈরি গয়েছে ৪৩ ফুট উঁচু মঞ্চ। ২ বছর পর এলাহি আয়োজনে শহিদ সমাবেশ করছে শাসকদল। ২১ জুলাই এক কথায় অবরুদ্ধ হয়ে যাবে শহর। সেকারণে আগে থেকেই তৎপর হল শহরের নামী বেসরকারি স্কুলগুলি। একাধিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে সেদিন। কোনও কোনও স্কুল আবার অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে সেদিন।

ভোর ৩টে থেকে শহরে ঢুকবে না যান

ভোর ৩টে থেকে শহরে ঢুকবে না যান

করোনা মহামারীর জন্য গত ২ বছর ভার্চুয়াল শহিদ সমাবেশ হয়েছে। এবার তাই টিএমসির শহিদ দিবসে রেকর্ড ভিড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছেন টিএমসি কর্মী সমর্থকরা। শহরের যান চলাচলে রাশ টানা হয়েছে।একাধিক রাস্তায় ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের দিন ভোর ৩টে থেকে শহরে কোনও যান প্রবেশ করবে না বলে জানানো হয়েছে।

ধর্মতলায় ৪৩ ফুটের মঞ্চ

ধর্মতলায় ৪৩ ফুটের মঞ্চ

এবারের শহিদ দিবসে বিশেষ তাৎপর্য রয়েছে। একুশের ভোটের বিজয় উৎসব এক প্রকার হতে চলেছে একুশের মঞ্চে। সেকারণে শহিদ সমাবেশের মঞ্চেও পরিবর্তন আনা হয়েছে। আয়তনে বিশাল করা হয়েছে সমাবেশের মঞ্চ। দৈর্ঘে- প্রস্থে বাড়ানো হয়েছে ৮০ ফুট বাই ৪৬ ফুট করা হয়েছে শহিদ মঞ্চ। তৈরি হয়েছে ৩টি স্টেজ। তাতে ৫০০ জনের বসার বন্দোবস্ত রয়েছে। মঞ্চের িনরাপত্তারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামল দিতে ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তার আগের দিন থেকে জেলা থেকে শহরে চালানো হবে অতিরিক্ত বাস।

স্কুল ছুটি

স্কুল ছুটি

২১ জুলাইয়ে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহরের একাধিক নামি স্কুল এদিন ছুটি ঘোষণা করেছে। পড়ুয়াদের যাতায়াতের সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত েনওয়া হয়েছে। ডিপিএস রুবি পার্ক , লা মার্টস,ডন বস্কো, হেরিটেজ, গোখেল মেমোরিয়াল ২১ জুলাই স্কুল ছুটি দিয়েছে। আবার কয়েকটি স্কুল অন লাইনে ক্লাস করার সিদ্ধান্ত িনয়েছে। সাউথ পয়েন্ট অনলাইনে স্কুল করবে বলে জািনয়েছে। বালিগঞ্জ শিক্ষা সদনও এদিন অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত িনয়েছে।

কড়া নিরাপত্তা শহর জুড়ে

কড়া নিরাপত্তা শহর জুড়ে

২১ জুলাইয়ের শহিদ সমাবেশে িনরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। হাই রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, মোবাইল পেট্রোলিং ভ্যান সহ শহরের বিভিন্ন প্রান্ত মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশকর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডিসি পদমর্যাদা ১৭ অফিসার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ লালবাজারের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রীর িনরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

বিরোধীদের উত্তর না দিয়ে চলে যাওয়া প্রধানমন্ত্রী অসংসদীয় আচরণ, তীব্র ভাষায় আক্রমণ রাহুল গান্ধীরবিরোধীদের উত্তর না দিয়ে চলে যাওয়া প্রধানমন্ত্রী অসংসদীয় আচরণ, তীব্র ভাষায় আক্রমণ রাহুল গান্ধীর

English summary
Many schools will close on 21July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X