For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন্যূনতম ভাড়া হোক ১০ টাকা, নবান্নে নতুন প্রস্তাব বাস মালিক সংগঠনের

ন্যূনতম ভাড়া হোক ১০ টাকা, নবান্নে নতুন প্রস্তাব বাস মালিক সংগঠনের

Google Oneindia Bengali News

করোনা আবহে আনলক ওয়ান শুরু হতেই জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু সরকারি বাস ছাড়া রাস্তায় এখনও বেসরকারি বাসের দেখা নেই। সংকট এবার ভাড়া নিয়ে। সুরক্ষা বিধি মেনে যাত্রী নিতে হলে বাসভাড়া বাড়াতে হবে। নইলে লোকসভা ছাড়া আর কিছুই হবে না এমনই দাবি করেছে বাস মালিকরা। মঙ্গলবার নতুন করে বাস ভাড়ার একটি তালিকা নবান্নে পাঠানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তাতে ন্যূনতম ভাড়া ১০ টাকা উল্লেখ করা হয়েছে।

নতুন ভাড়ার তালিকা গেল নবান্নে

নতুন ভাড়ার তালিকা গেল নবান্নে

বাসভাড়া বাড়ানো নিয়ে জটিলতা চরমে উঠেছে। বেসরকারি বাস না থাকায় রাস্তায় হয়রানির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। আগে ভাড়া বাড়ানোর কথা বলা হলেও পরিবহণ মন্ত্রী তা নাকোচ করে দেন। এবার আবার নতুন ভাড়ার তালিকা তৈরি করেছে বাস মালিকরা। তাতে ন্যূনতম ভাড়া ১০ টাকা করা হয়েছে। আগে এই ভাড়া ছিল ৭ টাকা।

নতুন ভাড়ার তালিকা একনজরে

নতুন ভাড়ার তালিকা একনজরে

৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১০ টাকা
৪ থেকে ৮ কিলোমিটার ভাড়া ১৩ টাকা
৮ থেকে ১২ কিলোমিটার ১৬ টাকা
১২ থেকে ১৬ কিলোমিটার ১৯ টাকা
১৬ থেকে ২০ কিলোমিটার ২২ টাকা
২০ থেকে ২৪ কিলোমিটার ২৫ টাকা

মিনিবাসের নতুন ভাড়ার তালিকা একনজরে

মিনিবাসের নতুন ভাড়ার তালিকা একনজরে

মিনিবাসের ভাড়া ৩ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা
৩ থেকে ৬ কিলোমিটার ১৩ টাকা
৬ থেকে ১০ কিলোমিটার ১৬ টাকা
১০ থেকে ১৬ কিলোমিটার ২০ টাকা
১৬ থেকে ১৯ কিলোমিটার ২৩ টাকা
১৯ থেকে ২২ কিলোমিটার ২৬ টাকা

বাসের যাত্রী সংখ্যা ছাড়

বাসের যাত্রী সংখ্যা ছাড়

আগেই বাসে যাত্রী সংখ্যা নিয়ে যে বিধি মানতে বলা হয়েছিল তা অনেকটাই শিথিল করেছে রাজ্য সরকার। আগে বলা হয়েছিল ২০ জনের বেশি যাত্রী নিয়ে চলবে না বাস। পরে সেই নিয়ম শিথিল করে বলা হয় যতগুলি আসন ততগুলি আসনে যাত্রী থাকবে। দাঁড়িয়ে সফর করতে পারবেন না কোনও যাত্রী আর মাস্ক এবং গ্লাভস বাধ্যতামূলক করা হয়েছিল যাত্রীদের জন্য।

কেন্দ্রে যে সার্কাস চলছে, আর তাতে একাধিক জোকার সামিল হয়েছে, রাজনাথকে পাল্টা কংগ্রেসেরকেন্দ্রে যে সার্কাস চলছে, আর তাতে একাধিক জোকার সামিল হয়েছে, রাজনাথকে পাল্টা কংগ্রেসের

English summary
Due to coronavirus effect Kolkata Bus owners associasion send new fare chart to Nabanna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X