For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার প্রকল্পে 'বাধা', আপাতত পিছিয়ে গেল 'কলকাতা আই' তৈরির কাজ

মুখ্যমন্ত্রী পরিকল্পনায় বাধ সাধল তাঁর সরকারেরই অর্থ দফতর। ফলে আপাতত ভেস্তেই গেল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কলকাতা আই।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী পরিকল্পনায় বাধ সাধল তাঁর সরকারেরই অর্থ দফতর। ফলে আপাতত ভেস্তেই গেল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কলকাতা আই। সূত্রের খবর, প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৭০০ কোটি টাকা দেওয়া সম্ভব নয়, জানিয়ে দিয়েছে অর্থ দফতর।

মমতার প্রকল্পে 'বাধা', আপাতত পিছিয়ে গেল 'কলকাতা আই' তৈরির কাজ

ব্রিটেন, সিঙ্গাপুর, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর কলকাতায় পঞ্চম আই তৈরির পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলেনিয়াম পার্কে এই প্রকল্প হওয়ার কথা ছিল। ১৫০ থেকে ১৮০ মিটারের মতো উচ্চতার নাগরদোলা আপাতত হচ্ছে না কলকাতায়। অর্থের অভাবের জন্যই এই প্রকল্প আপাতত স্থগিত থাকছে।

লন্ডন আই-এর উচ্চতা ১৩৫ মিটার এবং ১২০ মিটার বৃত্তাকার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে হাই রোলারই বিশ্বের উচ্চতম নাগরদোলা। যার উচ্চতা ১৬৭.৬ মিটার। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের অনুমতির পর অনেকেই মনে করেছিলেন বিশ্বের উচ্চতম নাগরদোলা পাবে কলকাতা। সেক্ষেত্রে কলকাতা তথা বিশ্বের পর্যটকদের আরও একটি গন্তব্য তৈরি হত।

ক্ষমতায় আসার পরেই লন্ডন আই-এর ধাঁচে কলকাতা আই তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাওড়ায় নির্মাণের কথা থাকলেও, তা হয়নি। পরে তা মিলেনিয়াম পার্কে করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। প্রথমে পরিবেশমন্ত্রকের অনুমতি না পাওয়ায় তা ঝুলে ছিল। পরে তা ছাড়পত্রও পায়। তবে বাধ সাধল সেই অর্থ।

মমতার প্রকল্পে 'বাধা', আপাতত পিছিয়ে গেল 'কলকাতা আই' তৈরির কাজ

পরিবেশমন্ত্রকের অনুমতির পর টেন্ডার ডেকে লার্সেন অ্যান্ড ট্যুবরোকে বরাত দেওয়া হয়। বরাত দেয় নগরোন্নয়ন দফতর। বিষয়টি অনুমোদনের জন্য যায় অর্থ দফতরের কাছে। তখনই প্রকল্পটি আটকে দেয় অর্থ দফতর।
নবান্ন সূত্রে খবর, আপাতত নতুন করে টেন্ডার ডাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও কম খরচে 'কলকাতা আই' তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

English summary
Due to fund crunch Kolkata Eye has been stalled for the time being
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X