For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাফিক আইন ভেঙে সার্জেন্টের মুখে ঘুষি, গ্রেফতার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ অগস্ট: ট্রাফিক আইন ভেঙে এগোচ্ছিল চালক। সার্জেন্ট এগিয়ে এসে গাড়ি আটকে কাগজপত্র দেখতে চায়। তাই ক্ষেপে গিয়ে সার্জেন্টের মুখে ঘুষি মারা হল। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পদ্মশ্রী মোড়ে।

পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ন'টা নাগাদ গড়িয়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট রণবীর দাস পদ্মশ্রী মোড়ে ডিউটিতে ছিলেন। সেই সময় একটি গাড়ি লাল সিগন্যাল ভেঙে এগিয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গাড়িটিকে আটকান। গাড়ির চালকের কাছে কাগজপত্র দেখতে চান। কিন্তু অল্পবয়সী চালক তাঁর সঙ্গে ফালতু তর্ক জুড়ে দেয়। কথা কাটাকাটির সময় হঠাৎ লোকটি গাড়ি থেকে নেমে এসে কলকাতা পুলিশের ওই সার্জেন্টকে ধাক্কা দিতে থাকে এবং সটান মুখ লক্ষ্য করে ঘুষি চালিয়ে দেয়। এই দৃশ্য দেখে কাছে থাকা এক ট্রাফিক কনস্টেবল এগিয়ে এসে লোকটিকে চেপে ধরে। সার্জেন্ট পুলিশ কন্ট্রোলরুমে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে পাটুলি থানা থেকে পুলিশ চলে আসে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা যায়, ওই ব্যক্তির নাম সুনীল সিং চৌহান।

কলকাতা সম্ভবত ভারতবর্ষের একমাত্র শহর যেখানে ট্রাফিক পুলিশকে অটো বা গাড়িচালকরা তো ভয় পায়ই না, উল্টে নিগ্রহ করে আকছার। অটোওয়ালারা পুলিশকে হামেশা হেনস্থা করে। তাদের সমর্থনে শাসক দলের দাদারা থাকে বলেই তারা এত বেপরোয়া। বাম জমানায় অটোওয়ালারা ছিল সিপিএমের ছাতার তলায়, এখন ভিড়েছে তৃণমূল কংগ্রেসের শিবিরে। অটোওয়ালাদের দৌরাত্ম্য দেখে সাধারণ গাড়িচালকরাও পুলিশকে হেনস্থা করতে সাহস পাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

পুলিশ

English summary
A man violated traffic rules in Padmashree area of South Kolkata. When police intercepted, he launched an attack on the traffic sergeant. He allegedly punched the police officer in presence of a crowd. Later a contingent of policemen came from Patuli PS and arrested the culprit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X