For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনের তলায় গার্ড, তাঁকে নিয়েই চলল ট্রেন! শোরগোল রেল-যাত্রী মহলে, দেখুন ভিডিও

হাওড়া থেকে দিঘাগামী এসি এক্সপ্রেসের তলায় গার্ড এসএন রায়। তাঁকে নিয়েই চলতে শুরু করে ট্রেন। এয়ার পাইপে ঝুলে চলে যান বেশ কিছুটা। ট্রেন থেমে যাওয়ায় কোনও ক্রমে রক্ষা পান তিনি।

  • |
Google Oneindia Bengali News

হাওড়া থেকে দিঘাগামী এসি এক্সপ্রেসের তলায় গার্ড এসএন রায়। তাঁকে নিয়েই চলতে শুরু করে ট্রেন। এয়ার পাইপে ঝুলে চলে যান বেশ কিছুটা। ট্রেন থেমে যাওয়ায় কোনও ক্রমে রক্ষা পান তিনি। বলা যেতে পারে এক্কেবারে নতুন জীবন পেলেন । এয়ার পাইপ জুড়তে গিয়েই ঘটনাটি ঘটে। ঘটনায় ট্রেনের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণপূর্ব রেলের তরফে।

ট্রেনের তলায় গার্ড, তাঁকে নিয়েই চলল ট্রেন! শোরগোল রেল-যাত্রী মহলে, দেখুন ভিডিও

শুক্রবার সকাল ১১.১০-এ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ছেড়েছিল দিঘাগামী এসি এক্সপ্রেস। চারমারি ব্রিজের কাছে হঠাৎ করেই গোলযোগ দেখা দেয়। চেন টানার ফলে কোনও দুটি কামরার সংযোগস্থালের এয়ারপাইপ খুলে যায়। ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেন থেকে নেমে ত্রুটি মেরামতির কাজ শুরু করেন ট্রেনের গার্ড। ঘটনাস্থলে ছিল আরপিএফ কর্মীরাও।

এই সময় হঠাৎই ট্রেন চলতে শুরু করে। কয়েকশো মিটার চলেও যায় ট্রেনটি। এই সময় ওয়াকিটকিতে রেলকর্মী এবং আরপিএফকর্মীরা চালককে বারবার বলতে থাকেন ট্রেনের নিচে রয়েছেন গার্ড। ট্রেনটিকে থামানোর জন্য বলেন তাঁরা। ট্রেনটি থেমেও যায়। এই সময়টায় এয়ার পাইপে ঝুলে ছিলেন ট্রেনের গার্ড এসএন রায়।

ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই গার্ড। কর্তৃপক্ষের তরফে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

কোন সংকেত পেয়ে চালক ট্রেন চালানো শুরু করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, গার্ড যখন ট্রেন থেকে নেমেছিলেন, তিনি চালককে জানিয়ে নেমেছিলেন কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে।

[আরও পড়ুন:চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন][আরও পড়ুন:চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন]

তবে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, মিস কমিউনিকেশনের ফলেই ঘটনাটি ঘটেছে। তাঁর মতে চালক বুঝতে পারেননি ট্রেনের নিচেই রয়েছেন গার্ড। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদি পদ্ধতি মেনে কাজ না করা হয়ে থাকে তা তদন্তে উঠে আসবে বলে মনে করছেন তিনি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য রেল কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

English summary
Driver starts Howrah-Digha AC express without informing Guard as he was under the train.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X