For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্ক, সরকারি বাসের মহিলাযাত্রীকে নিয়ে হুলস্থুল বেলেঘাটা আইডিতে

করোনা আতঙ্ক, সরকারি বাসের মহিলাযাত্রীকে নিয়ে হুলস্থুল বেলেঘাটা আইডিতে

  • |
Google Oneindia Bengali News

সরকারি বাসের মহিলা যাত্রীকে নিয়ে হুলস্থূল বেলেঘাটা আইডি হাসপাতালে। আসানসোল থেকে আসার পথে বরাকর থেকে মাসে উঠেছিলেন ওই মহিলা যাত্রী। তিনি বাসে ওঠার পর থেকে খুব কাশছিলেন বলে জানিয়েছেন, বাসের চালক। সেই কারণে এসপ্ল্যানেড আসার পর বাকি যাত্রীদের নামিয়ে তিনি বাস নিয়ে সোজা চলে যান বেলেঘাটা আইডিতে। কিন্তু এরপরেই বেশ কয়েকঘন্টা মহিলা বাস থেকে নামতে চাননি। পরে তাঁকে বুঝিয়ে এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়।

আসানসোল থেকে সকালে রওনা হয় বাসটি

আসানসোল থেকে সকালে রওনা হয় বাসটি

বাসচালক জানিয়েছেন, বেলঘরিয়া ডিপোর বাসটি বুধবার ভিন রাজ্যের কিছু শ্রমিক ও আসানসোলের কয়েকজন বাসিন্দাকে নিয়ে বুধবার গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সকাল ৮ টা নাগাদ রওনা দেন তাঁরা।

মহিলাকে বাসে তুলে দেন স্থানীয় এক পুলিশকর্মী

মহিলাকে বাসে তুলে দেন স্থানীয় এক পুলিশকর্মী

বরাকর থানার পুলিশ এক মহিলাকে বাসে তুলে দিয়ে চালককে অনুরোধ করে মহিলাকে ধর্মতলায় নামিয়ে দেওয়ার জন্য। একইসঙ্গে জানানো হয় মহিলার বাড়ি বেহালায়।

 ধর্মতলায় আসার পরে বিপত্তি

ধর্মতলায় আসার পরে বিপত্তি

চালকের অভিযোগ, সারা রাস্তাই ওই মহিলা কাশতে কাশতে এসেছেন। ধর্মতলায় আসার পর ময়দান থানা এই খবর পাওয়ার পরে চালককে বলা হয় বাস নিয়ে সোজা আইডি হাসপাতালে যেতে। সেই মতো কাজ করেন চালক। কিন্তু বেলেঘাটা আইডিতে পৌঁছনোর পর ওই মহিলা যাত্রী সেখানে নেমে শারীরিক পরীক্ষা করাতে চাননি।

বেলেঘাটা আইডি থেকে পাঠানো হয় এমআর বাঙুরে

বেলেঘাটা আইডি থেকে পাঠানো হয় এমআর বাঙুরে

পুলিশ থেকে হাসপাতালের কর্মী, সবাই ওই মহিলাযাত্রীকে অনুরোধ করেন বাস থেকে নেমে যেতে। কিন্তু ওই মহিলা তা করতে চাননি। খবর যায় বেলেঘাটা থানায়। পরে ওই মহিলাকে বাস থেকে নামিয়ে অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় এমআর বাঙুরে। আর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ওই বাসে জীবাণনাশক স্প্রে করা হয়। এদিকে এই কাণ্ডের পর বাসের চালক ও কন্ডাক্টরের প্রাথমিক পরীক্ষা করা হয়।

English summary
Driver of State Transport Bus takes a Female passenger with cough and cold directly to Beleghata ID Hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X