For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গার্ডদের কর্মবিরতি জের, হাওড়ায় ব্যাহত লোকাল ট্রেন চলাচল

গভীর রাত থেকে শুরু হওয়া গার্ডদের আন্দোলনের জেরে হাওড়ায় ব্যাহত লোকাল ট্রেন চলাচন। জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে গার্ডদের কাছে থাকা গার্ড লাইন বক্স তুলে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে কর্মবিরতি।

  • |
Google Oneindia Bengali News

গভীর রাত থেকে শুরু হওয়া গার্ডদের আন্দোলনের জেরে হাওড়ায় ব্যাহত লোকাল ট্রেন চলাচন। জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে গার্ডদের কাছে থাকা গার্ড লাইন বক্স তুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেই আন্দোলন।

গার্ডদের কর্মবিরতি জের, হাওড়ায় ব্যাহত লোকাল ট্রেন চলাচল

লোকাল ট্রেনের গার্ডদের কাছে থাকে গার্ড লাইন বক্স। তার মধ্যে থাকে বিভিন্ন সেফটি আইটেমস। রুল বুক ছাড়াও, থাকে সেফটি ইকুইপমেন্টস। থাকে ডিটোনেটর পতাকা। বক্সে থাকা বেশিরভাগ জিনিসই লক্ষ লক্ষ যাত্রীর নিরাপত্তার কারণে রাখা হত এতদিন। শুক্রবার গভীর রাত থেকে সেই গার্ড লাইন বক্স দেওয়া বন্ধ করে দেওয়া হয় হাওড়া ডিভিশনে। এরপরেই কর্মবিরতি শুরু করেন লোকাল ট্রেনের চালক ও গার্ডরা। এই আন্দোলনের জেরে ভোর থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সকাল থেকেই বিপাকে পড়তে শুরু করেছেন অনেক যাত্রী।

রেল কর্তৃপক্ষের তরফে অবশ্য অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার, ট্রাফিক ইনস্পেক্টরদের দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

জানা গিয়েছে, বছর দুয়ের আগেই ব্যয় সংকোচনের জন্য গার্ড লাইন বক্স তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতোই কাজ চলছে বিভিন্ন জায়গায়। হাওড়া স্টেশনে সেই সিদ্ধান্ত কার্যকরী করা হয় শুক্রবার রাত ১২টা থেকে।

English summary
Driver and Guards of Local trains of Howrah Division goes on strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X