For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোগী দেখতে দেখতে অবসাদগ্রস্ত মন, নিজেদের চিকিৎসায় ডাক্তার নার্সদের ক্যাট ওয়াক

রোগী দেখতে দেখতে অবসাদগ্রস্ত মন, নিজেদের চিকিৎসায় ডাক্তার নার্সদের ক্যাট ওয়াক

Google Oneindia Bengali News

ডাক্তার নার্সরা ক্যাট ওয়াক করছেন । সঙ্গে হাসপাতালের অন্যান্য কর্মীরাও অংশ নিচ্ছেন এই ফ্যাশন শোয়ে। হাসপাতালের একঘেয়ে জীবনে যাতে অবসাদ গ্রাস না করে তাই এই অভিনব উদ্যোগ নিয়েছে বিপি পোদ্দার হাসপাতাল।

রোগী দেখতে দেখতে অবসাদগ্রস্ত মন, নিজেদের চিকিৎসায় ডাক্তার নার্সদের ক্যাট ওয়াক

বছরভর সঙ্গী স্টেথোস্কোপ। রোগ, জীবাণু, কষ্ট, যন্ত্রণার আবহেই থাকা। ব্লাড টেস্ট থেকে শুরু করে বাইপাস, নি রিপ্লেসমেন্টের মতো শব্দগুলোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। এবং নিত্যনতুন রোগীকে সুস্থ করে তোলার চ্যালেঞ্জ নেওয়া। ডাক্তারের জীবন এমনই।

শুধু ডাক্তার কেন, নার্স, হাউসকিপিং স্টাফ থেকে শুরু করে হাসপাতালের যে কোনও সদস্যই আসলে যোদ্ধা। রোগীকে সারিয়ে তোলার যুদ্ধে প্রতিনিয়ত ব্যস্ত থাকেন তাঁরা।

তবু এই সংগ্রামের মধ্যেও মন চায় প্রাণের আবেগে সাড়া দিতে। গুনগুন সুরের আবেশ মাতায় হৃদয়। চেনা রুটিনের বাইরে হাতছানি দিয়ে ডাকে নাচ, গান, অভিনয়ের জগত। অন্য কিছু করার তাগিদ জন্মায় হৃদয়ে। তারই বহিঃপ্রকাশ এক অনুষ্ঠানে মাতল ওরা।

কয়েক ঘন্টার এই আনন্দঘন সন্ধ্যায় সামনে নতুন হলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। মেলে ধরলেন ঘুমন্ত প্রতিভার ডালি। যার ঝলকানি আনবে মুগ্ধতা।চিত্রাঙ্গদা র মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মরণ ।আছে ডক্টর , নার্স ও অন্যান্য নন মেডিক্যাল স্টাফেরা একত্রে র‌্যাম্প এ ।

হাসপাতাল বলতে এক ধরনের রোগী দেখার প্রতিষ্ঠানকে বোঝায়। বর্তমানে হাসপাতাল বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সেবাকর্মীগণ প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করেন। অনেক সময়েই হাসপাতালে রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আবাসিক শয্যার ব্যবস্থাও থাকে। হাসপাতালসমূহ সরকারি, বেসরকারি (দাতব্য কিংবা মূনাফাভিত্তিক) অথবা বীমা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হতে পারে। প্রাচীনকালে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ হাসপাতাল পরিচালনার কাজে নিয়মিত নিয়োজিত থাকতেন। বর্তমানে সারা বিশ্বে আনুমানিক ১৭০০০ হাসপাতাল রয়েছে।

কঠিন পর্বত, 'মৃত্যু'কে হারিয়ে মাউন্ট আলি রত্নি টিব্বা জয় চার বাঙালির কঠিন পর্বত, 'মৃত্যু'কে হারিয়ে মাউন্ট আলি রত্নি টিব্বা জয় চার বাঙালির

English summary
doctors and workers do ramp walk in uttam mancha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X