আপাতত বিপন্মুক্ত এনআরএস-এর ৭৪ জন চিকিৎসক, নার্স! ফের নতুন পরীক্ষা হবে ১৪ দিন পর
আপাতত বিপন্মুক্ত এনআরএস হাসপাতালে চিকিৎসক, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে ৭৪ জন। কারও লালারসের পরীক্ষাতেই করোনার হদিশ পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী গত সপ্তাহে মহেশতলার এক যুবকের মৃত্যু হয়। মৃত্যুর পর রিপোর্ট আসে ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শনিবার মৃত্যু হয় রোগীর
হিমোফিলিয়ায় আক্রান্ত বছর ৩৪-এর যুবককে প্রথমে রাখা হয়েছিল জেনারেল ওয়ার্ডে। পরে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু রাতেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর পরে আসা রিপোর্টে জানা যায় যুবক করোনা ভাইরাসেও আক্রান্ত ছিলেন। ফলে হুলস্থুল পড়ে যায় হাসপাতাল জুড়ে।

কোয়ারেন্টাইনে পাঠানো হয় ৭৪ জনকে
এই ঘটনার জেরে হাসপাতালের অধ্যক্ষ, সুপার, চিকিৎসক, নার্স, জুনিয়র চিকিৎসক, ইনটার্ন, টেকনিশিয়ান, সবাইকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়। নির্দিষ্ট ওয়ার্ড থেকে রোগী সরিয়ে জীবানু মুক্ত করা হয়। তালিকায় ছিলেন ৩৯ জন চিকিৎসক ও ১৬ জন নার্স।

পরীক্ষায় সবার রিপোর্ট নেগেটিভ
মঙ্গলবার ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। বুধবার বাকি ৪৪ জনের রিপোর্টও নেগেটিভ আসে বলে জানা নিয়েছে।

১৪ দিন পরে ফের পরীক্ষা
আপাতত কোয়ারেন্টাইনেই রাখা হচ্ছে ওই ৭৪ জনকে। ১৪ দিন পরে ফের তাঁদের নমুনা পরীক্ষা করে দেখা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে কাজে যোগ দেবেন তাঁরা।
বাড়ছে করোনা সংক্রমণ, লকডাউন বৃদ্ধির সম্ভাবনা মুম্বইয়ে, কী হতে চলেছে সিদ্ধান্ত