For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পটকা ফাটানোর কী আছে! দু'রাজ্যে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

পটকা ফাটানোর কী আছে! মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপির ফল নিয়ে সংবাদ মাধ্যমে এমনটাই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

  • |
Google Oneindia Bengali News

পটকা ফাটানোর কী আছে! মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপির ফল নিয়ে সংবাদ মাধ্যমে এমনটাই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। তিনি বলেছেন, আগে রাজ্যে সরকার হোক, তারপর পটকা ফাটাবেন। অন্য রাজ্যে জিতে পটকা ফাটানো আর মিষ্টি খাওয়ানোর বিরোধী তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। যাঁরা এসব করছেন তাঁরা নিজের এলাকায় গিয়ে কাজ করুন। বলেছেন দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য অফিসের বাইরে জয় উদযাপন

বিজেপির রাজ্য অফিসের বাইরে জয় উদযাপন

মহারাষ্ট্রে আগের বারের থেকে কম আসনে জয় পেয়েছে সেখানকার বিজেপি শিবসেনা জোট। অন্যদিকে, হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ কয়েক আসন দূরে রয়েছে বিজেপি। এমন পরিস্থিতিতে মুরলিধর লেনে রাজ্য বিজেপি অফিসের বাইরে পটকা ও তুবড়ি ফাটিয়ে জয় উদযাপন করা হয়। জয় আশানুরূপ না হওয়ায় এই জয় উদযাপন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে ক্ষোভ গোপন করেননি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিড়ম্বনায় বিজেপি নেতারা

বিড়ম্বনায় বিজেপি নেতারা

বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরের বাইরে আনন্দ করে বাজি পোড়ানোর অন্যতম উদ্যোক্তা ছিলেন রাজ্য কমিটির সদস্য নারায়ন চট্টোপাধ্যায়। কিন্তু দুই রাজ্যের কোথাও ফল আশানুরূপ হয়নি। মহারাষ্ট্রে গেরুয়া জোট পৌঁছতে পারেনি ২০০-তে। অন্যদিকে, হরিয়ানায় নিজেদের জোরে ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি। এই পরিস্থিতিতে এই আনন্দের জেরে বিড়ম্বনায় পড়েন অন্য নেতারা।

দিলীপ ঘোষের বার্তা

দিলীপ ঘোষের বার্তা

এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, পটকা ফাটানোর কী আছে! আগে রাজ্যে সরকার গঠন হোক, তারপর পটকা ফাটাবেন। তিনি স্পষ্ট বলে দেন অন্য রাজ্যে জিতে পটকা ফাটানোর বিরোধী তিনি।

উৎসাহী কর্মীদের প্রতি বার্তা

উৎসাহী কর্মীদের প্রতি বার্তা

পটকা ফাটানোয় উৎসাহী কর্মীদের বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, নিজের এলাকায় গিয়ে কাজ করুন। এইসব কর্মীরা বুথ ফেরত সমীক্ষা বোঝে না। দলটাকেও বোঝে না। শুধু উৎসাহী হলেই হবে না, তাদের বুদ্ধি থাকা উচিত বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

English summary
Dilip Ghosh's reax on BJP's result in Maharashtra and Haryana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X