For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গে শুরু গো-রাজনীতি, গো-হত্যা বন্ধে সরব হয়ে কী বললেন দিলীপ ঘোষ

রাজ্যে কসাইখানা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রতিবাদও। নবদ্বীপের নাগরিক সমাজ ও বৈষ্ণবরা এই কসাইখানা তৈরির প্রতিবাদে সামিল হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

এ রাজ্যেও শুরু হল গরু নিয়ে রাজনীতি। গো-হত্যা বন্ধের দাবি তুলে দিল বিজেপি। বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যে গো-হত্যা বন্ধ করা হোক। এ রাজ্যের সরকার গো-হত্যায় মদত দিতেই কসাইখানার অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করছি আমরা। আমরাও চাই কসাইখানা বন্ধ হোক। বন্ধ হোক গো-হত্যা। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় কসাইখানা বন্ধের দাবিতেও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।'

দিলীপবাবু এদিন অভিযোগ করেন, রাজ্যে পাঁচটি কসাইখানা তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে একটি কসাইখানা তৈরি হচ্ছে নদিয়ার নবদ্বীপে। এই কসাইখানা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রতিবাদও। নবদ্বীপের নাগরিক সমাজ ও বৈষ্ণবরা এই কসাইখানা তৈরির প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁদের এই আন্দোলনকে বিজেপির তরফে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে।

বঙ্গে শুরু গো-রাজনীতি, গো-হত্যা বন্ধে সরব বিজেপি

বিজেপিও নবদ্বীপের নাগরিক সমাজের পাশে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলন করবে। অবিলম্বে ওই কসাইখানার কাজ বন্ধের দাবি জানাবে। দিলীপবাবু বলেন, শুধু নবদ্বীপের কসাইখানাই নয়, রাজ্যে কোনও কসাইখানাই হতে দেবে না বিজেপি। এর প্রতিবাদ গর্জে উঠবেন তাঁরা। আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্যজুড়ে।

বিজেপির এই বার্তার পর এবার এ রাজ্যেও গরু নিয়ে রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠল। এতদিন রাম-রাজনীতি চলছিল। গো-বলয়েই আটকে ছিল গো-রাজনীতি। এবার তা বাংলার অন্দরে প্রবেশ করল। সৌজন্য কসাইখানার আনুমোদন। এবার গো-রাজনীতিতে আগামীদিনে লড়াইয়ে নামবে যুযুধান তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

English summary
Dilip Ghosh protests against TMC government's decision of slaughter house.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X