For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিম দরদী মোদী! সংখ্যালঘু উন্নয়নে বিজেপির ভূমিকায় মমতাকে চ্যালেঞ্জ দিলীপ-মুকুলের

কলকাতার কলামন্দিরে ভারতীয় জনতা মাইনোরিটি মোর্চার এক অনুষ্ঠানে ‘সংখ্যালঘু উন্নয়নে নরেন্দ্র মোদীর ভূমিকা’ শীর্ষক আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা।

  • |
Google Oneindia Bengali News

এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২৭ শতাংশ সংখ্যালঘু মানুষকে ভুল বুঝিয়ে ভোট বৈতরণী পার হয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা মুকুল রায়। কলকাতার কলামন্দিরে ভারতীয় জনতা মাইনোরিটি মোর্চার এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা। তাঁদের কথার সারবস্তু, 'সংখ্যালঘু উন্নয়নে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর রাজ্যের সরকার শুধু ভাঁওতা দিয়ে ভোট নিয়েছে।'

মুসলিম দরদী মোদী! মমতাকে চ্যালেঞ্জ দিলীপ-মুকুলের

দিলীপ ঘোষ আরও বলেন, 'শুধু সংখ্যালধু উন্নয়নে ভাঁওতা দেওয়াই নয়, বিজেপিকে নিয়ে মিথ্যা প্রচার করছে তৃণমূল। তৃণূমূল প্রচার করে, গুজরাতে মুসলিমদের মেরে ফেলেছে বিজেপি। অথচ দেখুন, গুজরাতে মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপিই ভোটে জিতছে। তাঁর চ্যালেঞ্জ দুই রাজ্য- গুজরাত আর পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থা তুলনা করুন। তাহলেই প্রমাণ হয়ে যাবে কারা মুসলিম দরদী আর কারা মুসলিম বিরোধী।'

তিনি বলেন, 'এ রাজ্যে এখনও বিজেপি ক্ষমতায় আসেনি। কংগ্রেস আর বামেদের পর শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আর গুজরাতে ক্ষমতায় কংগ্রেসের পর এখন বিজেপি। এ রাজ্যে কোনও সরকারই সংখ্যালঘুদের জন্য কিছু করেনি। গুজরাতে মুসলিমদের জন্য উন্নয়ন করেছে বিজেপি। তাঁরা তাই বিএমডব্লু গাড়ি চড়ছে। আর এ রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী সাইকেল চড়াচ্ছেন মুসলিমদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র শ্লেষ ঝরে পড়ে দিলীপ ঘোষের গলায়।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষের তোপ, তৃণমূল সরকার মানুষকে ভিক্ষা দিচ্ছে। আর নরেন্দ্র মোদীর সরকার ভিক্ষা দেয় না, স্বনির্ভর করে বাঁচার পথ দেখায়। দিলীপ ঘোষ যেখানে রাজ্যে তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, তখন তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায় নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়নে ভাঁওতাবাজিকে।

মুকুল রায় অভিযোগ করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়নের ভাঁওতা দিয়ে ভোটে লড়ছে। সেই প্রতিশ্রুতি পূরণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়িত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি রাখেননি বলে আক্রমণ করেন তাঁর প্রাক্তন নেত্রীকে। উল্টে তিনি মিথ্যা প্রচার করে চলেছেন- সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতি সব পূরণ করেছেন তিনি।'

মুকুল রায়ের দাবি, সংখ্যালঘু ধর্মগুরুরা এখন বুঝতে পারছেন তাঁরা ভুল লোককে চয়ন করেছিলেন। তাঁদের চোখের উপর যে পর্দা ছিল, তা এখন সরে গিয়েছে। তিনি বলেন, 'মুসলিমরা মুখ্যমন্ত্রীর ওবিসি সার্টিফিকেটের খেলা ধরে ফেলেছেন। এবার তাঁরা যোগ্য জবাব দিতে তৈরি। গত ছ-বছরে এই সরকার রাজ্যের সংখ্যালঘুদের জন্য কী কাজ করেছেন, তার খতিয়ান দেখলেই বোঝা যাবে। আর উল্টোদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সাড়ে তিন বছরে কী করেছেন, তা দেখলেই বুঝতে পারবেন প্রকৃত সংখ্যালঘু দরদী কারা। এদিনের মোদীর সংখ্যালঘু উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় মুকুল রায়, দিলীপ ঘোষ ছাড়াও বক্তব্য রাখেন মাফুজা খাতুন, তানবির নাসরিন, অর্চনা মজুমদার, গৌতম রায়চৌধুরী প্রমুখ।

English summary
Dilip Ghosh and Mukul Roy challenges to Mamata Banerjee in minority development issue. They say that BJP Government do development for minority muslim.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X