For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর সব পদক্ষেপ নবান্নের নির্দেশে! দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে আর যা সাফাই ভারতী ঘোষের

ভারতী ঘোষের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

ভারতী ঘোষের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতমাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিজেপির একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। ইতিমধ্যে ঝাড়গ্রাম থেকে তাঁকে আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। তারই মধ্যে এই বৈঠক। সূত্রের খবর অনুযায়ী, ভারতী ঘোষ বলেছেন বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নিয়েছিলেন, তার সবই রাজ্য সরকারের নির্দেশে।

তাঁর সব পদক্ষেপ নবান্নের নির্দেশে! দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে আর যা সাফাই ভারতী ঘোষের

ভারতী ঘোষের বিজেপিতে যোগদান পর্ব হয়েছে দিল্লিতে। কিন্তু এই যোগদান অনেক নিচুতলার নেতাই মেনে নিতে পারেননি বলেই সূত্রের খবর। বিশেষ করে যাঁরা পশ্চিম মেদিনীপুর কিংবা ঝাড়গ্রামের নেতা-কর্মী। তাঁদের অভিযোগ, বেছে বেছে কেস দেওয়া হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ফলে পুরোপুরি ময়দানে নামার আগে সেসব বিষয়েই দুজনের আলোচনা হয় বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষের বাড়িতে হওয়া বৈঠকে ভারতী ঘোষ সাফাই দিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি জানিয়েছেন, যা করেছেন রাজ্য সরকারের নির্দেশে। সূত্রের খবর অনুযায়ী, দলে কোন ধরনের দায়িত্ব তিনি পালন করতে চান, সেবিষয়ে প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

সূত্রের খবর অনুযায়ী, একদিকে যেমন ভারতী ঘোষ বলেছেন, যা করেছেন নবান্ন তথা রাজ্য সরকারের নির্দেশে। অন্যদিকে, বলেছেন রাজ্য সরকারের নির্দেশ না মানতে চাওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন হয়েছে রাজ্য সরকার। সেই জন্যই একের পর এক ভুয়ো মামলা তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে, দাবি করেছেন ভারতী ঘোষ।

English summary
Dilip Ghosh meets Bharati Ghosh on political issues in BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X