For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল গলদ ধরছেন, কৈলাশ ভাঙছেন মন, বিজেপিতে সিঁদুরে মেঘ দেখছেন দিলীপ

হাইকোর্টে অক্সিজেন পেয়ে, বিজেপি ঝাঁপিয়েছে ২০১৯-এর লোকসভা মহাযুদ্ধে। সেই লক্ষ্যে সাংগঠনিক বৈঠকেই বেরিয়ে পড়ল গলদ। প্রশ্ন, লক্ষ্যপূরণ হবে তো!

  • |
Google Oneindia Bengali News

উত্তর-পূর্ব ভারতে ৩৩ আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। বিশেষ করে বাংলা এবার বিজেপির মূল টার্গেট। বাংলায় ২২-এর লক্ষ্য স্থির করে মহাসংগ্রামে নামছে বিজেপি। হাইকোর্টে অক্সিজেন পেয়ে, বিজেপি ঝাঁপিয়েছে ২০১৯-এর লোকসভা মহাযুদ্ধে। সেই লক্ষ্যে সাংগঠনিক বৈঠকেই বেরিয়ে পড়ল গলদ। প্রশ্ন, লক্ষ্যপূরণ হবে তো!

পদের দায়িত্ববোধ নিয়ে প্র্শ্ন মুকুলের

পদের দায়িত্ববোধ নিয়ে প্র্শ্ন মুকুলের

বাংলায় লোকসভা ভোটের দায়িত্ব বর্তেছে মুকুল রায়ের উপর। দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে তিনি চষে বেড়াচ্ছেন গোটা রাজ্য। সেই কাজে নেমেই বেশ কিছু গলদ নজরে এসেছে মুকুল রায়ের। সাংগঠনির বৈঠকে তিনি নালিশ জানিয়েছেন, সংগঠনে বহু পদ রয়েছে, কিন্তু কোন পদে কী দায়িত্ব, তা জানেন না কেউ। মুকুল রায় বলেন, দলে রয়েছেন পালক, বিস্তারক, সাধারণ সম্পাদক, তাদের কাজ কী, তাই জানেন না। আগে তাঁদের কাজ বুঝিয়ে দেওয়া হোক।

কৈলাশের বার্তা পদাধিকারীদের

কৈলাশের বার্তা পদাধিকারীদের

কৈলাশ বিজয়বর্গীয় সাফ জানিয়েছেন, রাজ্য ও জেলার সাংগঠনিক পদে থাকা কোনও নেতাকে প্রার্থী করা হবে না। দলের সমস্ত জেলা সভাপতি, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করে এ কথা সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই বহু আবেদনপত্র জমা পড়েছে। সেই তালিকায় রয়েছেন রাজ্য ও জেলার বহু পদাধিকারী।

সংগঠন বাড়ানোর দাওয়াই কৈলাসের

সংগঠন বাড়ানোর দাওয়াই কৈলাসের

এদিনের বৈঠকে মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজ্যে ৭৭ হাজার বুথের মধ্যে ৪৭ হাজার বুথে বিজেপির পর্যাপ্ত লোক রয়েছে। বাকি ৩০ হাজার বুথে বিজেপির সাংগঠনিক ক্ষমতা অত্যন্ত দুর্বল। এই দুর্বল বুথগুলিকে চাঙ্গা করে তুলতে হবে। তাহলেই বিজেপি নির্দিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে বলে মনে করছেন ওই শীর্ষ নেতা।

সিঁদুরে মেঘ দেখছেল দিলীপ

সিঁদুরে মেঘ দেখছেল দিলীপ

লোকসভা ভোট সামনে, তার আগে নতুন কের গলদ ধরা পড়া। এবং কৈলাশ বিজয়বর্গীয়র প্রার্থীপদ নিয়ে বার্তার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সিঁদুরে মেঘ দেখছেন, পাঁচ রাজ্যে বিজেপির পরাজয়ে বাংলাতেও প্রভাব পড়েছে। অনেক কর্মীই হতাশ। এই অবস্থায় বাংলায় বিদেপির লক্ষপূরণ নিয়ে চিন্তায় দিলীপ। তবে তিনি আশা ছাড়ছেন না। তাই হতাশা ঝেড়ে মন শক্ত করে লড়াইয়ে নামার বার্তা দিয়েছেন।

[আরও পড়ুন:২০১৯-এ কারা বিজেপি প্রার্থী হতে চলেছেন, সাংগঠনিক বৈঠকে স্থির করে ফেলল নেতৃত্ব][আরও পড়ুন:২০১৯-এ কারা বিজেপি প্রার্থী হতে চলেছেন, সাংগঠনিক বৈঠকে স্থির করে ফেলল নেতৃত্ব]

English summary
BJP state president Dilip Ghosh is now in fear to fulfill target of 2019 after BJP’s defeat. Kailash Vijayavargiya gives clear indication who will not be candidates after Mukul Roy’s message,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X