For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগ্য প্রার্থীর খোঁজে চলছে দর কষাকষি! দিলীপ বলছেন শেষ রাতেই হয় ওস্তাদের মার

তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট ও কংগ্রেস- তিন দলই ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু প্রথণ দফা ভোটে মনোনয়নপর্ব শুরু হয়ে গেলেও বিজেপি এখনও প্রার্থীর নাম প্রকাশ করতে পারেনি।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট ও কংগ্রেস- তিন দলই ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু প্রথণ দফা ভোটে মনোনয়নপর্ব শুরু হয়ে গেলেও বিজেপি এখনও প্রার্থীর নাম প্রকাশ করতে পারেনি। বিজেপি প্রার্থীদের নাম হাওয়ায় ভাসছে ঠিকই, কিন্তু সিলমোহরও লাগেনি তাতে, আর ফলত দেওয়ালেও লেখা হয়নি সে নাম।

যোগ্য প্রার্থীর খোঁজে চলছে দর কষাকষি! দিলীপ বলছেন শেষ রাতেই হয় ওস্তাদের মার

তবে তা নিয়ে কোনও হীন্মন্যতায় ভুগতে রাজি নয় বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, ওস্তাদের মার শেষ রাতেই হয়। যে ছাত্ররা পাড়া জাগিয়ে পড়ছে আগে থেকে, তাদের রেজাল্ট সবাই জানে কী হবে। আর আমরা তৈরিই রয়েছি। নাম ঘোষণা হলেই ময়দানে নেমে পড়ব। ভালো ছাত্রদের বেশি পড়ার দরকার হয় না।

[আরও পড়ুন:অবশেষে সাফল্য! লন্ডনে গ্রেফতার নীরব মোদী][আরও পড়ুন:অবশেষে সাফল্য! লন্ডনে গ্রেফতার নীরব মোদী]

যদিও রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে বিলম্বের নেপথ্যে বড় কারণ রয়েছে। আসলে দর কষাকষি চলছে যোগ্য প্রার্থীর খোঁজে। তারপর সেইসব প্রার্থী নিয়ে দলের অন্দরেও অসন্তোষ রয়েছে। সেইসব মেটাতেই দেরি হচ্ছে বিজেপির।

[আরও পড়ুন: দোলে কেমন সূচি মেনে চলবে মেট্রো, কতগুলি ট্রেন বাতিল জানুন][আরও পড়ুন: দোলে কেমন সূচি মেনে চলবে মেট্রো, কতগুলি ট্রেন বাতিল জানুন]

এদিন দিলীপ ঘোষ অবশ্য দলের মধ্যে অসন্তোষের কারণ উড়িয়ে দিয়েছেন। তিনি আগে বলেছিলেন সাংসদ পদে লড়াইয়ের মতো যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। এখন অবশ্য তিনি তাল ঠুকছেন ওস্তাদের মার শেষ রাতেই দেওয়ার জন্য। তিনি বলছেন, যা হবে ভালোই হবে।

[আরও পড়ুন: তৃণমূলকে চাপে রাখতে কৌশল! ৪ নেতার বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির][আরও পড়ুন: তৃণমূলকে চাপে রাখতে কৌশল! ৪ নেতার বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির]

English summary
BJP state president Dilip Ghosh hints BJP will give surprise in candidate list of Lok Sabha Election. BJP can’t announces candidate till now,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X