For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পর কবি শ্রীজাতর পাশে দিলীপও, বুদ্ধিজীবীদের দিলেন ‘মানবতা’র বার্তা

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা ইস্যুতে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠান করতে না দেওয়া খুব অন্যায় হয়েছে।

Google Oneindia Bengali News

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা ইস্যুতে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠান করতে না দেওয়া খুব অন্যায় হয়েছে। কিছু লোক অতি উৎসাহিত হয়ে এই কাজ করেছেন। বিজেপি রাজ্য সভাপতি বলেন, এটা আমরা একেবারেই সমর্থন করছি না।

মমতার পর কবি শ্রীজাতর পাশে দিলীপও

দিলীপ ঘোষ বলেন, তিনি আগে যে কবিতা লিখেছিলেন, তা নিয়েই মতামত জানতে চেয়েছে অতি উৎসাহে। তবে লেখা অধিকার আছে। আবার কারও বাধা দেওয়ার অধিকারও আছে। দুটোই অধিকারের মধ্যে পড়ে। কিন্তু কারও বলার ইচ্ছা আছে বলে সে যা ইচ্ছা বলবে, লেখার অধিকার আছে বলে যা ইচ্ছা লিখবে, তা ঠিক নয়।

এদিন তিনি শ্রীজাতর পাশে দাঁড়ালেও তাঁর উপর হামলার ঘটনায় বুদ্ধিজীবীদের উদাসীনতা নিয়ে মন্তব্য করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বিশেষ লোকের জন্য খুব কষ্ট হয়। তাঁর মানবিকতাও বিশেষ বিশেষ লোকের জন্য আছে।

তাঁর কথায়, এখন সমস্ত বুদ্ধিজীবীই বিশেষ বিশেষ রঙের জামা পরে নিয়েছে। যখন আমাকে শিলিগুড়িতে মারধর করা হল, তখন একজন বুদ্ধিজীবীকেও দেখা যায়নি। আজ যখন বুদ্ধিজীবীরা আক্রান্ত হয়েছেন, তখন তাঁরা বুঝতে পারছেন। এদিন পশ্চিমবঙ্গ থেকে তসলিমা নাসরিনকে তাড়ানো নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। বলেন, সেক্ষেত্রে কোনও মানবতা ছিল না!

English summary
BJP state president Dilip Ghosh gives message to stand for poet Srijata Banerjee. He criticizes intellectual person also on silent for attacking on him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X