For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ হারবেন মমতাও ! পিসি-ভাইপোকে লোকসভা-চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ

অভিষেককে জবাব দিতে গিয়ে চাঁছাছোলা ভাষায় দিলীপ ঘোষের চ্যালেঞ্জ আসন্ন লোকসভা ভোটেই আমরাও দেখিয়ে দেব, কার কত শক্তি। রাজনৈতিকভাবেই হারাব আপনাদের।

Google Oneindia Bengali News

সাহস থাকলে সামনাসামনি লড়াই করুন। রাজনৈতিকভাবেই হারাব আপনাদের। অভিষেককে জবাব দিতে গিয়ে চাঁছাছোলা ভাষায় দিলীপ ঘোষের চ্যালেঞ্জ আসন্ন লোকসভা ভোটেই আমরাও দেখিয়ে দেব, কার কত শক্তি। দেখিয়ে দেব বাংলায় বিজেপির রথের চাকা গড়ায় কি না। বিজেপির বিজয়রথ লোকসভা জিতেই শেষ হবে বলে সতর্ক করলেন রাজ্য সভাপতি।

অভিষেককে নিশানা

অভিষেককে নিশানা

অসমে বাঙালি নিধনের প্রতিবাদে পথে নেমে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে বিজেপির একটা চাকাও বাংলায় গড়াবে না। অভিষেকের সেই কথারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যে কুকুর কামড়াতে পারে না, তারাই বেশি ঘেউ ঘেউ করে। নেত্রীর অনুমতি নেওয়ার কী আছে, দম থাকলে লড়ুন না, কার কত শক্তি দেখা যাবে। অভিষেককে নিশানায় দিলীপের বার্তা আপনি কোন কেন্দ্র থেকে লড়বেন ঘোষণা করুন। আপনি কী করে জেতেন দেখে নেব।

মমতাকেও হারাবে বিজেপি

মমতাকেও হারাবে বিজেপি

শুধু অভিষেককেই নয়, দিলীপ ঘোষ নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তাঁর কথায়, আপনাদের মুখ্যমন্ত্রী তো আবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তা তিনি কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন? যে কেন্দ্র থেকেই দাঁড়ান না কেন, উনিও কী করে জেতেন, আমরা দেখে নেব। বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল। তাই তাঁদের বিকল্প উপায়ে আটকানোর চেষ্টা হচ্ছে। মানুষ ভোট দিতে পারলে, তৃণমূলের কেউ জিতবে না, জিতবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও।

দিলীপের তোপ

দিলীপের তোপ

তৃণমূলকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, সব জায়গায় বিজেপিকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূল আটকাতে না পেরে আবার পুলিশ নামাচ্ছে। যা পারে করুক, আমরা আমাদের মতো বুঝে নেব। সব নাটক তথনই বন্ধ হয়ে যাবে। যত নাটক করে নিক, নতুন বছর পড়লেই সব আনন্দ নিরানন্দ হয়ে যাবে তৃণমূলের, এদিন চাঁছাছোলা ভাষাতেই আক্রমণ শানান দিলীপ ঘোষ।

অসম তোপ মমতাকে

অসম তোপ মমতাকে

এদিন অসমে তৃণমূল প্রতিনিধি দল যাওয়া নিয়েও তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন অসমে গন্ডগোল হোক। তাহলে রাজনৈতিক রুটি সেঁকতে সুবিধা হবে তাঁর। তিনি বলেন, আগের ঘটনার কথা ভুলে গিয়েছে তৃণমূল। তাই আবার যাচ্ছেন অসমে। যদিও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবার স্বাগত জানিয়েছেন তৃণমূলকে।

English summary
BJP state president Dilip Ghosh gives challenge to defeat Mamata and Abhishek Banerjee in Loksabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X